তাল লুচি এবং নিরামিষ পটল আলুর তরকারি(tal luchi ebong niramish potol aloor tarkari)

Ankita Bhattacharjee Roy
Ankita Bhattacharjee Roy @cook_30845269

#asr
অষ্টমীর দিন মা দুর্গাকে লুচির ভোগ দেওয়া হয়। তাই সেদিন পুজোর শেষে বাড়িতে সবাই লুচি তরকারি খায়। তাই আমি অষ্টমী স্পেশাল রেসিপি তে তালের লুচির সাথে নিরামিষ পটল আলুর তরকারি বানালাম।।

তাল লুচি এবং নিরামিষ পটল আলুর তরকারি(tal luchi ebong niramish potol aloor tarkari)

#asr
অষ্টমীর দিন মা দুর্গাকে লুচির ভোগ দেওয়া হয়। তাই সেদিন পুজোর শেষে বাড়িতে সবাই লুচি তরকারি খায়। তাই আমি অষ্টমী স্পেশাল রেসিপি তে তালের লুচির সাথে নিরামিষ পটল আলুর তরকারি বানালাম।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 1 কাপতালের শাঁস বা মারি
  2. 3 কাপময়দা
  3. 4 চা চামচসরিষার তেল,ময়দা মাখার জন্য
  4. পরিমাণ মতসরিষার তেল
  5. 2 টি মাঝারি আলু, ছোট ছোট করে কাটা
  6. 4 টিপটল, কুচি কুচি করে কাটা
  7. 2 চা চামচআদা বাটা
  8. 1 চা চামচ সব্জী মশলা গুঁড়ো
  9. 1 চা চামচজিরা গুঁড়ো
  10. 1 চা চামচ ধনে গুঁড়া
  11. প্রয়োজন অনুযায়ী জল
  12. 1 চা চামচচিনি
  13. 1 চা চামচপাঁচফোড়ন
  14. স্বাদ মত লবণ
  15. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  16. 1 টিশুকনো লঙ্কা
  17. 1 টিটমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা, তালের শাঁস বা মাড়ি এবং তেল দিয়ে ভাল করে মেখে নিতে হবে।জল দেওয়া যাবেনা। মাখা হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে নিতে হবে।এরপর চাকা বেলনের সাহায্যে গোল এবং ছোট ছোট করে বেলে নিতে হবে।

  2. 2

    এরপর গ‍্যাসে কড়াই বসিয়ে তেল দিতে হবে।তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে ভেজে নিতে হবে দুই পিঠ। ভাজা হয়ে গেলে তুলে অন্য পাত্রে রাখতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে তালের লুচি।।

  3. 3

    এরপর গ্যাসে অন্য একটি কড়াই বসাতে হবে। তাতে 4 চামচ সরিষার তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে, তাতে শুকনো লঙ্কা, পাঁচফোরন এবং চিনি দিতে হবে।

  4. 4

    এরপর কেটে রাখা আলু,পটল জলে ভালো করে ধুয়ে,কড়াইয়ে দিয়ে দিতে হবে। তার সাথে দিতে হবে টমেটো কুচি। তারপর দিতে হবে আদাবাটা, সবজি মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো,জিরা গুঁড়ো এবং পরিমাণমতো লবণ ও হলুদ। এরপর গ্যাস কমিয়ে দিয়ে ভালোভাবে নাড়তে হবে এবং কষিয়ে নিতে হবে।

  5. 5

    ভালোভাবে কষা হয়ে গেলে, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয় আরো কিছুক্ষণ রাখতে হবে। তারপর সেদ্ধ হয়ে গেলে, গ্যাস বন্ধ করে কড়াই নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে নিরামিষ পটল আলুর তরকারি। এইবার গরম গরম তালের লুচির সাথে নিরামিষ পটল ও আলুর তরকারি পরিবেশন করুন।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ankita Bhattacharjee Roy
I love cooking ❤️❤️
আরও পড়ুন

Similar Recipes