বাসন্তী বেগুন (Basonti Begun recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

#LS

বাসন্তী বেগুন (Basonti Begun recipe in bengali)

#LS

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট ।
৩ জন।
  1. ২টো বেগুন লম্বা করে কাটা
  2. পরিমাণ মতো সর্ষের তেল
  3. ৩ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ২ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  5. ২ চা চামচ শুকনোলঙ্কা বাটা
  6. ১ চা চামচ কালোজিরে
  7. ১/২ টেবিল চামচ পোস্ত বাটা
  8. ১/২টেবিল চামচ নারকেল কোরা বাটা
  9. ১/২ টেবিল চামচ সর্ষে গুঁড়ো
  10. ১ টেবিল চামচ ফেটানো টক দই ।
  11. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট ।
  1. 1

    প্রথমে কাটা বেগুনে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে তাতে ভেজে তুলে নিতে হবে ।

  2. 2

    এরপর ঐ তেলেই কালোজিরে ফোড়ন দিয়ে সব বাটা মশলা দিয়ে একটু কষাতে হবে।

  3. 3

    তারপর তাতে ফেটানো টকদই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও নুন দিয়ে কষতে হবে যতক্ষন না তেল ছাড়ছে।

  4. 4

    তেল ছেড়ে গেলে তাতে ভাজা বেগুন ও অল্প একটু জল দিয়ে মাখো মাখো হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিলেই তৈরী সুস্বাদু বাসন্তী বেগুন ।এরপর উপর থেকে সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantika Sadhukhan

Similar Recipes