হিং দই বেগুন (hing doi begun recipe in Bengali)

Mallika Biswas
Mallika Biswas @cook_25299320

#দই অপূর্ব স্বাদের টক দই আর বেগুন দিয়ে তৈরী। খুব অল্প সময়ে, অল্প উপাদানে তৈরি।রুটি দিয়ে বেশী ভালো লাগে।অমৃতের স্বাদ।কদিন ফ্রিজে রেখে খাওয়া যায়।

হিং দই বেগুন (hing doi begun recipe in Bengali)

#দই অপূর্ব স্বাদের টক দই আর বেগুন দিয়ে তৈরী। খুব অল্প সময়ে, অল্প উপাদানে তৈরি।রুটি দিয়ে বেশী ভালো লাগে।অমৃতের স্বাদ।কদিন ফ্রিজে রেখে খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০ মিনিট
৬ জনের জন্য
  1. ২৫০ এম এল টক দই ভালোভাবে ফেটানো
  2. ৬টা ছোট গোল বেগুন (হলে ভালো,ছোট লম্বা হলেও চলবে)।বোটা না ছাড়িয়ে চার ভাগ করে কাটা।
  3. ১/২ চা চামচ হিং
  4. ৪টি শুকনো লঙ্কা
  5. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  6. স্বাদ অনুযায়ীনুন
  7. 1 চা চামচবিটনুন
  8. 4 চা চামচচিনি
  9. ১০ টা কারিপাতা
  10. ১ চা চামচমচ সর্ষে
  11. 1 চা চামচগোটা জিরে ভেজে গুঁড়ো করে নেওয়া
  12. 1/2চা চামচ পাঁচফোড়ন
  13. ৪ টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১০ মিনিট
  1. 1

    বেগুনের বোঁটা বন্ধ থাকবে, বোঁটা থেকে ১আঙল ছেডে চার ফালি করে কেটে হাফ চামচ নুন ও ১ চামচ চিনি মাখিয়ে, প্যানে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে, বেগুন ছেড়ে ঢাকা দিতে হবে।

  2. 2

    একটা বাটিতে পুরো দই,জিরে ভাজা গুঁড়ো,,বিট নুন,নুন, চিনি দিয়ে ভালো ভাবে ফেটাতে হবে।

  3. 3

    প্যানের বেগুনগুলো ভালোভাবে ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এবার প্যান বসিয়ে কম আঁচে ২ চামচ তেল দিয়ে হিং, সরষে, শুকনো লঙ্কা, কারিপাতা আর হলুদ ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে দইয়ের বাটিতে ঢেলে দিতে হবে।

  5. 5

    ভালো ভাবে মিশিয়ে বেগুন গুলো মেশাতে হবে।তৈরী হল হিং দই বেগুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mallika Biswas
Mallika Biswas @cook_25299320

মন্তব্যগুলি (6)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
দারুন এই আইটেম টা খুবই উপাদেয়। সুন্দর হয়েছে। আমিও কিছু রেসিপি চেষ্টা করছি ভালো লাগলে কমেন্ট রাখবেন আর চাইলে অনুসরণ🌹

Similar Recipes