ঝটপট শুক্ত(Jhatpat shukto recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

শুক্ত আমাদের প্রত্যেক বাঙালিদের অত্যন্ত একটি প্রিয় পদ। তবে সকলের রেসিপি সমান নয়, এক একজন এক এক ভাবে করেন বা এক একজনের এক একরকম রুচি। আমিও নানান ভাবে শুক্ত করি তবে আজ আমি একদম আলাদা ভাবে বা খুব চটজলদি ভাবে করেছি বলেই নাম দিলাম ঝটপট শুক্ত।

ঝটপট শুক্ত(Jhatpat shukto recipe in bengali)

শুক্ত আমাদের প্রত্যেক বাঙালিদের অত্যন্ত একটি প্রিয় পদ। তবে সকলের রেসিপি সমান নয়, এক একজন এক এক ভাবে করেন বা এক একজনের এক একরকম রুচি। আমিও নানান ভাবে শুক্ত করি তবে আজ আমি একদম আলাদা ভাবে বা খুব চটজলদি ভাবে করেছি বলেই নাম দিলাম ঝটপট শুক্ত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৫ জন
  1. ১ টা বড় আলু লম্বা পাতলা করে কাটা
  2. ১ টা মাঝারি সাইজের কাঁচা কলা ৬ টুকরো করা
  3. ২ টো সজনে ডাঁটা দেড় ইঞ্চি লম্বা করে কাটা
  4. ১/২ বেগুন টুকরো করা
  5. ৪টে বিন্স টুকরো করা
  6. ৪ টে বরবটি টুকরো করা
  7. ১/২ মুলো সরু লম্বা করে কাটা
  8. ২ টো পটল ৪ টুকরো করা
  9. ৬-৭ টা কলাই এর ডালের বড়ি
  10. ৫-৬ টা কাঁঠালের বিচি দু টুকরো করা
  11. ৫-৬ টুকরো পেঁপে
  12. ৩ টে মাঝারি উচ্ছে পাতলা করে কাটা
  13. ১ টা কাঁচালঙ্কা
  14. ১ টা ছোট বা ১/২ টমেটো
  15. ২-৩ টেবিল চামচ দুধ
  16. ২ চা চামচ তেঁতুল গোলা জল
  17. ১ চা চামচ ঘি
  18. ১ চা চামচ পাঁচফোড়ন
  19. ২টো শুকনো লঙ্কা
  20. ১ টা তেজপাতা
  21. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  22. ১ চা চামচ আদা বাটা বা কোঁড়া
  23. স্বাদ মত নুন+ মিষ্টি
  24. ১/২ +১/২চা চামচ সর্ষে পাঁচফোড়ন ভালো করে শিলে পেশা পাউডার
  25. ১ চা চামচ সর্ষে পোস্ত পেস্ট
  26. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  27. ৪ টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    আগে প্রেসার কুকারে অল্প জল দিয়ে সামান্য নুন ফেলে আলু মূলো পেঁপে কাঁঠালের বিচি মাঝারি আঁচে ১ টা সিটি দিয়ে নামিয়ে রাখুন। অন্য দিকে গ্যাসে পাত্র বসিয়ে ৩ চামচ তেল গরম করে লো আঁচে বড়ি হালকা নেড়ে তুলে রাখুন।ওই তেলেই পাঁচফোড়ন তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে বাকি সব্জি দিয়ে একটু নাড়াচাড়া করুন। এবার পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে একটু হালকা করে ভাজুন ২ মিনিট। ২ মিঃ পর সেদ্ধ করা সব্জি জল সমেত কড়াই এ ঢেলে দিয়ে আদা বাটা ধনে গুঁড়ো চিনি দিয়ে লো আঁচে কষিয়ে নিন

  2. 2

    এই সময় টমেটো কুচি দিন।এবার কষানো হলে পরিমাণ মতো জল দিয়ে দুধ দিয়ে কাঁচালঙ্কা দিয়ে মিনিট ৩ ঢেকে মিডিয়াম আঁচে রান্না করুন ৩ মিনিট পর ঢাকা খুলে বড়ি ও সর্ষে পোস্ত পেস্ট দিন (পরিবর্তে অল্প সাদা তিলও পেস্ট করে দেওয়া যাবে) নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো আঁচে ২ মিনিট রান্না করে নামিয়ে অন্য পাত্রে ঢেলে রাখুন বেশ ঝোল ঝোল।

  3. 3

    অন্য দিকে ১/২ চামচ সর্ষে ১/২ চামচ পাঁচফোড়ন ভালো করে শিলে পিশে রাখুন। এবার কড়াই ভালো করে ধুয়ে মুছে গ্যাসে কম আঁচে ১ চামচ তেল দিয়ে সর্ষে পাঁচফোড়ন পাউডার দিয়ে নাড়াচাড়া করে সুগন্ধ ছাড়লে রান্না করা শুক্ত ঢেলে দিয়ে তেঁতুল জল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ২ মিনিট ঢেকে রান্না করুন কম আঁচে। ২ মিনিট পর ঢাকা খুলে ঘি দিয়ে গ্যাস বন্ধ করে আরো ২ মিঃ ঢাকা দিয়ে রেখে নামান।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes