দুধ শুক্তো (doodh shukto recipe in Bengali)

Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

#ফেব্রুয়ারি৩
বাঙালি বাড়িতে শুক্তোর সাথে একটা আলাদা সম্পর্ক। যে কোন অনুষ্ঠানে হোক কিংবা ঘরোয়া অতিথি আপ্যায়ন হোক মেনু লিস্টে শুক্তো কিন্তু নিজের জায়গা পাকা করে নিয়েছে।

দুধ শুক্তো (doodh shukto recipe in Bengali)

#ফেব্রুয়ারি৩
বাঙালি বাড়িতে শুক্তোর সাথে একটা আলাদা সম্পর্ক। যে কোন অনুষ্ঠানে হোক কিংবা ঘরোয়া অতিথি আপ্যায়ন হোক মেনু লিস্টে শুক্তো কিন্তু নিজের জায়গা পাকা করে নিয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জল
  1. পরিমান মতোআলু,বেগুন,কাঁচাকলা, সিম, লম্বা করে কাটা
  2. ১টা করলা পাতলা করে কাটা
  3. ১ + ১ চা চামচ+২"+১ টা সর্ষে পোস্ত, জিরে আদা কাঁচা লঙ্কা ১টা
  4. ৪ টেবিল চামচ+২ চা চামচতেল , ঘি
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১/২ চা চামচ চিনি
  7. ৫-৭টাবড়ি
  8. ১ টাটমেটো
  9. পরিমাণ মতোতেজপাত, শুকনো লঙ্কা রাঁধুনি
  10. ১বাটিদুধ
  11. ১০০গ্রামসজনে ডাঁটা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    কড়াইয়ে তেল গরম করে বড়ি ভেজে তুলে রাখুন

  2. 2

    আগে থেকে সমস্ত সব্জি কেটে ধুয়ে রাখুন

  3. 3

    করলা নুন হলুদ দিয়ে ভেজে নিন

  4. 4

    কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে সমস্ত সব্জি দিয়ে ভালো করে ভাজুন (সজনে ডাটা আর ভাজা করলা ছাড়া)

  5. 5

    সরষে পোস্ত কাঁচা লঙ্কা, আদা,জিরে আমি শিলনোড়া য় বেটে নিলাম

  6. 6

    সব্জি ভাজা হলে টমেটো দিয়ে নাড়তে থাকুন

  7. 7

    নুন,হলুদ বাটা মশালা দিয়ে কষে নিন। সামান্য চিনি দিন।

  8. 8

    এবার সজনে ডাটা যোগ করুন

  9. 9

    ১ বাটি দুধো পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নিন

  10. 10

    ফুটে উঠলে আগে থেকে ভাজা বড়ি গুলো দিন

  11. 11

    ১০ মিনিট পরে সব্জির সেদ্ধ হলে ভাজা করলা দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিন

  12. 12

    ঘি দিন,গ্যাসের আঁচ কম করে ১ মিনিট মতো ফুটিয়ে নিন

  13. 13

    এবার একটা ফ্রাই প্যানে বা চাটুতে১/২ চামচ গোটা জিরে, ২টোএলাচ,১"দালচিনি,১/২লাল লঙ্কা শুকনো খোলায়ভেজে নিন।ঠান্ডা করে গুঁড়ো করে নিন। ভাজা মশলা রেডি।

  14. 14

    শুক্তোর উপর ছড়িয়ে দিন ভাজা মশলা। রেডি দুধ শুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka Bose
Priyanka Bose @cook_27768469

মন্তব্যগুলি

Similar Recipes