রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 সারভিংস
  1. ১ টি উচ্ছে গোল করে কাটা
  2. ১ টি কাঁচকলা লম্বা টুকরো করে কাটা
  3. 1/2পেঁপে পাতলা লম্বা টুকরো করে কাটা
  4. ১ টি আলু লম্বা টুকরো করে কাটা
  5. ১ টি গাজর লম্বা টুকরো করে কাটা
  6. ২টি শিম
  7. ২ টি সজনে ডাটা টুকরো করে কাটা
  8. ১/৪ কাপ ভাজা বড়ি
  9. স্বাদমতোনুন ও চিনি
  10. ১ টেবিল চামচ সাদা সর্ষে
  11. ১/২ চা চামচ রাঁধুনি
  12. ১ টি শুকনো লঙ্কা
  13. ১ টি তেজপাতা
  14. ১ চা চামচ আদা বাটা
  15. ১ কাপ দুধ
  16. ১ টেবিল চামচ ঘি
  17. পরিমান মত সাদাতেল
  18. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    সব সবজি কেটে নিতে হবে। সর্ষে,রাঁধুনি,আদা বেটে নিতে হবে।

  2. 2

    আলাদা ভাবে বড়ি ও উচ্ছে ভেজে নিতে হবে।

  3. 3

    তেলে পাঁচফোড়ন,শুকনো লঙ্কা, তেজ পাতা ফোঁড়ন দিতে হবে।সব সবজি,নুন দিয়ে কোষে ঢাকা দিতে হবে।

  4. 4

    সব্জি সেদ্ধ হলে আদা বাটা, সর্ষে বাটা, রাঁধুনি বাটা,নুন, চিনি দিয়ে কোষে জল দিয়ে ১৫মিনিটের মতোন ঢাকা দিতে হবে।

  5. 5

    15 মিনিট পর ঢাকনা খুলে ঘড়ি গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

  6. 6

    এবার কড়াইতে দুধ আর উচ্ছেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরও ১০ মিনিট রান্না করুন।সব সবজি গুলো ভালো মত সিদ্ধ হয়ে গেলে আর ঝোল গাঢ় এলে তাতে দুধ ও থেকে ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন শুক্তো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sabita shome
Sabita shome @cook_27708861

Similar Recipes