নিম ঝোল বা নিম শুক্তো (Neem jhol ba neem shukto recipe in bengal)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

গরম কালে এই নিম ঝোল উপাদেয় একটি খাবার ,খুব খুব উপকারি.আমরা সব সময় রীচ্ তেল ঝাল খাবার খেয়ে থাকি কিন্তু মাঝে মধ্যে এই রকম হালকা খাবারেরও প্রয়োজন আছে আমাদের শরীরে, খুব কম তেল মসলা দিয়ে তৈরি আমার ঘরে যা সব্জি ছিল তাই দিয়ে করেছি তোমরা তোমাদের পছন্দ মতো সব্জি দিয়ে করতে পারবে

নিম ঝোল বা নিম শুক্তো (Neem jhol ba neem shukto recipe in bengal)

গরম কালে এই নিম ঝোল উপাদেয় একটি খাবার ,খুব খুব উপকারি.আমরা সব সময় রীচ্ তেল ঝাল খাবার খেয়ে থাকি কিন্তু মাঝে মধ্যে এই রকম হালকা খাবারেরও প্রয়োজন আছে আমাদের শরীরে, খুব কম তেল মসলা দিয়ে তৈরি আমার ঘরে যা সব্জি ছিল তাই দিয়ে করেছি তোমরা তোমাদের পছন্দ মতো সব্জি দিয়ে করতে পারবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৬ জন
  1. ২ টো বড় আলু পাতলা লম্বা করে কাটা
  2. ১ টা বড় কচু একই ভাবে কাটা
  3. ১ টা বেগুন লম্বা করে কাটা
  4. ১০/১২ টা বিন্স ২ ইঞ্চি লম্বা করা
  5. ২ টো গাজর লম্বা সরু করা
  6. ২ টো পটল ক্যারাচে করা
  7. ১ টা ছোট টমেটো কুচি
  8. ৩/৪ টে গোটা কাঁচালঙ্কা
  9. ১০/১২ টা বড়ি
  10. ১ মুঠো নিমপাতা
  11. ৪ টেবিল চামচ সরষের তেল
  12. ১/২ চা চামচ চিনি
  13. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  14. স্বাদ অনুযায়ী লবণ
  15. ১/৪ চা চামচ ঘি(অপশনাল)
  16. ১ চা চামচ কালো সর্ষে বাটা ছেঁকে নিয়ে জলটা

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    সব সব্জি কেটে ধুয়ে রেডি করে নিন সর্ষে বেটে অল্প জলে গুলে ছেঁকে রাখুন এবার কড়াই এ ১ চামচ পরিমাণ তেল দিন

  2. 2

    বড়ি দিন ও লালচে করে ভেজে তুলে নিন কড়াই এ আবার ১ চামচ তেল দিন

  3. 3

    প্রথমে পটল গুলো দিয়ে হায় আঁচে হালকা ভেজে নিয়ে বাকি সব্জি দিন

  4. 4

    জাস্ট সব্জি গুলো তেলে নাড়াচাড়া করে জল দিন পরিমাণ মতো একবার নেড়ে মিশিয়ে নিয়ে গোটা লঙ্কা দিন

  5. 5

    স্বাদানুসারে লবণ দিন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করুন ১০ মিনিট পর ঢাকা খুলে সব্জি সেদ্ধ হলে বা সব্জির কালার চেঞ্জ হলে টমেটো কুচি দিন

  6. 6

    সর্ষে বাটার জল দিন নেড়েচেড়ে মিশিয়ে ২ মিনিট হায় আঁচে ফুটিয়ে নিন

  7. 7

    এবার চিনি দিয়ে নেড়েচেড়ে একটি পাত্রে ঢেলে নিয়ে কড়াই ধুয়ে মুছে বাকি তেল দিন

  8. 8

    নিমপাতা ছাড়ুন, নিমপাতা একটু ভেজে নিয়ে পাঁচফোড়ন দিয়ে লো আঁচে ভেজে নিয়ে সুন্দর গন্ধ ছাড়লে সেদ্ধ করা সব্জি ঢেলে মিশিয়ে নিন

  9. 9

    আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে নেড়েচেড়ে ১ মিনিট ফুটিয়ে ঘি দিয়ে ১ ফুট ফুটলে গ্যাস বন্ধ করে ২ মিনিট ঢাকা দিয়ে রাখুন

  10. 10

    ২ মিনিট পর একটি পাত্রে ঢেলে পরিবেশন করুন গরম ভাতের সাথে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes