নবাবী লাচ্ছা সেমাই (nawabi lachcha simai recipe in Bengali)

Debalina Banerjee
Debalina Banerjee @debalina249

#MM9

সাধারণত এই রেসিপি ঈদের সময় তৈরী করা হয়। কিন্তু ঈদ ছাড়াও যেকোনো সময়ে খাওয়া যায়। অত্যন্ত লোভনীয় একটি রেসিপি।

নবাবী লাচ্ছা সেমাই (nawabi lachcha simai recipe in Bengali)

#MM9

সাধারণত এই রেসিপি ঈদের সময় তৈরী করা হয়। কিন্তু ঈদ ছাড়াও যেকোনো সময়ে খাওয়া যায়। অত্যন্ত লোভনীয় একটি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জন
  1. ৩ টেবিল চামচ ঘি
  2. ২০০ গ্রাম লাচ্ছা সেমাই
  3. ১/৪ কাপ গুঁড়ো চিনি
  4. ৩ টেবিল চামচ মিল্ক পাউডার
  5. ১ চিমটি গুঁড়ো কেশরী বা কমলা খাবার রং
  6. ৫০০ মিলি লিটার+ ১/২ কাপ ফুল ফ্যাট ক্রিম দুধ , ঘরের উষ্ণতায় আগে থেকে জ্বাল দিয়ে রাখা দুধ
  7. ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
  8. ২ টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার
  9. ১/২ কাপ কন্ডেন্সড মিল্ক
  10. পরিমাণ মতসাজানোর জন্য কাজু বাদাম, কিসমিস, আমন্ড কুচি, পেস্তা কুচি, চেরি, খেজুর টুকরো ।

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে লম্বা লাচ্ছা সেমাই গুলো নিয়ে হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিলাম।

  2. 2

    একটা ফ্রয়িং প্যান নিয়ে ওতে ৩ টেবিল চামচ ঘি দিলাম। এবার সেমাই টা ওই ঘি এর মধ্যে দিয়ে ৫ মিনিট গ্যাস এর কম আঁচে ভালো করে ভেজে নিলাম।

  3. 3

    এবার গ্যাস বন্ধ করে দিয়ে ফ্রয়িং প্যান থেকে ৩/৪ অংশ সেমাই আলাদা করে একটা বাটিতে রাখলাম। ওই বাটি তে ১ চিমটে খাবারের কেশরী বা কমলা রং মিশিয়ে নিলাম।

  4. 4

    বাকি প্যানে থাকা সেমাই টা একটা কাঁচের পাত্রে ঘি ব্রাশ করে নিয়ে ওই পাত্রে ঢেলে দিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে সমান করে নিলাম। তারপর একটা গ্লাসের পিছনের তল টা দিয়ে পাত্রে সেমাই এর লেয়ার টা চেপে সমান করে দিলাম।

  5. 5

    এবার একটা কড়াই তে ৫০০ মিলি লিটার দুধ গরম হতে দিলাম।

  6. 6

    অন্য একটা পাত্রে ঘরের উষ্ণতায় রাখা ১/২ কাপ দুধ নিয়ে ওর মধ্যে ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার এবং ২ টেবিল চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিলাম।

  7. 7

    এবার কড়াই তে ৫০০ মিলিলিটার দুধ ফুটে এলে কাস্টার্ড এবং কর্ন ফ্লাওয়ার মেশানো দুধ টা আস্তে আস্তে ৩/৪ বারে মিশিয়ে নিলাম। আর একটা হুইস্ক দিয়ে অনবরত নাড়তে থাকলাম। যাতে দুধ জমাট না বেঁধে যায়।

  8. 8

    দুধ ঘন হয়ে এলে ওতে কন্ডেন্সড মিল্ক ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাস বন্ধ করে দিলাম।

  9. 9

    এবার কাঁচের পাত্রে যে সেমাই এর লেয়ার ছিল ওর উপর ঘন দুধের মিশ্রণ টা ঢেলে চারদিকে সমান করে নিলাম। এরপর রং করা সেমাই এর অংশ দুধ এর উপর ছড়িয়ে দিয়ে সেমাই এর দ্বিতীয় লেয়ার তৈরি করে নিলাম।

  10. 10

    উপর থেকে পেস্তা, কাজু, কিসমিশ, আমন্ড, খেজুর টুকরো চেরি ছড়িয়ে দিলাম।

  11. 11

    ঘরের উষ্ণতায় চলে এলে বা পুরো ঠান্ডা হয়ে গেলে কাঁচের পাত্র ফ্রিজে রেখে দিলাম ৩ ঘন্টার জন্য।

  12. 12

    ফ্রিজ থেকে ৩ ঘন্টা পর বের করে নিয়ে এসে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলাম নবাবি লাচ্ছা সেমাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debalina Banerjee
Debalina Banerjee @debalina249
পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু ঝোঁকটা বরাবরই ভীষণ বেশি, রান্নাবান্নার প্রতি। রান্নাবান্নার প্রতি আমার একটা আলাদা ভালোলাগা আছে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes