নবাবী সেমাই (nawabi semai recipe in Bengali)

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#খুশিরঈদ
ঈদ মানেই মিষ্টিমুখ। ঈদের দিনে সেমাই ছাড়া মিষ্টি মুখের কথা ভাবাই যায় না। তাই আমি ঈদ উপলক্ষে বানালাম নবাবী সেমাই__যদিও প্রথমবার বানালাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।

নবাবী সেমাই (nawabi semai recipe in Bengali)

#খুশিরঈদ
ঈদ মানেই মিষ্টিমুখ। ঈদের দিনে সেমাই ছাড়া মিষ্টি মুখের কথা ভাবাই যায় না। তাই আমি ঈদ উপলক্ষে বানালাম নবাবী সেমাই__যদিও প্রথমবার বানালাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪-৫জন
  1. ১৫০ গ্রাম সেমাই
  2. ৪ চা চামচ ঘি
  3. ১.৫ কাপ গুুঁড়ো চিনি
  4. ১ কাপ গুঁড়ো দুধ
  5. ১/২কাপ কাস্টার্ড পাউডার
  6. ১/২কাপ মালাই
  7. ৫০০মিলি দুধ
  8. ১.৫ চা চামচ কেওড়া জল
  9. ৫-৬টা কেশোরের পাপড়ি
  10. প্রয়োজন অনুযায়ী কাজু কিসমিস পেস্তা ও আমন্ড।

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে সেমাই প্যাকেটের মধ্যেই ভালো করে ভেঙ্গে নিতে হবে ।

  2. 2

    এরপর ড্রাই ফ্রুটস গুলো ছোট টুকরো করে কেটে ঘি তে হালকা করে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার ঘি এর মধ্যে সেমাই ভেঙে দিয়ে লো টু মিডিয়াম আচে প্রায় ১০ মিনিট ভাজতে হবে।

  4. 4

    এরপর ওর মধ্যে ১/২ কাপ পাউডার দুধ ও ১/২ কাপ গুঁড়ো চিনি মিশিয়ে আরো ১৫ _২০ মিনিট নাড়তে হবে _ যতক্ষণ না চিনি ও দুধ ভালো করে সেমাইয়ের সাথে মিশে যায়

  5. 5

    এবার নরমাল দুধের মধ্যে কাস্টার্ড পাউডার,১/২ কাপ গুঁড়ো দুধ,১ কাপ গুঁড়ো চিনি, মালাই ও কেশর ভেজানো কেওড়া জল ভাল করে মিশিয়ে জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে।

  6. 6

    এবার ১টা কাচের পাত্রে কিছুটা সেমাই দিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়ে তার ওপরে কাস্টার্ড ঢেলে ভেজে রাখা ড্রাইফ্রুটস ছড়িয়ে বাকি সেমাই ওপরে দিয়ে হাত দিয়ে সেট করে দিতে হবে __যাতে কাস্টার্ড দেখা না যায়।

  7. 7

    এবার তার উপরে বাকি ড্রাই ফ্রুটস ছড়িয়ে ২ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।

  8. 8

    তারপর ফ্রিজ থেকে বার করে পিস করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes