নবাবী সেমাই (Nawabi semai recipe in Bengali)

Tanmana Dasgupta Deb
Tanmana Dasgupta Deb @Tanmana
Guwahati

নবাবী সেমাই (Nawabi semai recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৫-৬জন
  1. ৩ চা চামচ ঘি
  2. ২০০গ্রাম পাতলা সেমাই
  3. ৪টেবিল চামচ পাউডার সুগার
  4. ৩টেবিল চামচ পাউডার দুধ
  5. ১ চুটকি অরেঞ্জ ফুড কালার
  6. ক্রিমি কাস্টার্ড বানানোর জন্যে:
  7. ১/২লি দুধ
  8. ১৫০গ্রাম কন্ডেন্সড মিল্ক
  9. ১/২কাপ ঠান্ডা দুধ
  10. ২টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  11. ২টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার
  12. ১/২চা চামচ ভ্যানিলা এসেন্স
  13. পরিমাণমতোগার্নিসিং এর জন্য কাজু,আলমন্ড, পেস্তা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    এক কড়াইতে ঘি দিয়ে গরম হলে সেমাই গেলে দিন।

  2. 2

    লো মিডিয়াম ফ্লেমে সেমাই ২/৩ মিনিটের জন্য ফ্রাই করুন। মোটামুটিভাবে লাল হয়ে আসলে এতে কর্ণফ্লাওয়ার এবং পাউডার দুধ ধীরে ধীরে ঢেলে ফ্রাই করতে থাকুন।

  3. 3

    লো মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করুন যাতে চিনি আর দুধ মিশে যায় সেমাই এর সাথে।

  4. 4

    এবার ৩/৪পার্ট সেমাই একটি কাঁচের বাটিতে ঢেলে গ্লাস বা আপনার সুবিধেজনক কিছু দিয়ে চেপে সেট করে দিন। তৈরি প্রথম লেয়ার।

  5. 5

    বাকি ১/৪পোর্সান এর সাথে অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিন।

  6. 6

    এবার একটি সসপ্যানে ১/২লি দুধ নিয়ে জাল দিন।

  7. 7

    অন্য একটি ছোট বাটিতে ১কাপ ঠান্ডা দুধ নিয়ে এতে কর্ণফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার ধীরে ধীরে মিলিয়ে দিন।

  8. 8

    এবার হিট কম রেখে কাস্টার্ড পাউডার মিক্সচার অল্প অল্প করে দুধে ঢালতে থাকুন আর নাড়তে থাকুন। নয়তো গুটলি পাকিয়ে যাবে।

  9. 9

    ভালো করে মিশে গেলে এতে কন্ডেন্সমিল্ক ঢালুন (চিনির পরিবর্তে)। খেতে ভীষন টেষ্টি হয়।
    অল্প ভেনিলা এসেন্স মিশিয়ে নিন।
    তৈরি ক্রিমি কাস্টার্ড।

  10. 10

    এবার প্রথম লেয়ারের সেমাই এর ওপর গরম কাস্টার্ড ঢেলে দিন।

  11. 11

    পুরো ছড়িয়ে দিন।

  12. 12

    এর ওপর অরেঞ্জ কালার মেশানো সেমাই ঢেলে ভালো করে ছড়িয়ে দিন। তার ওপর কাজু,আলমন্ড, পেস্তা কুচি ছড়িয়ে গার্নিস করুন।

  13. 13

    এবার একে ২/৩ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রাখুন। এবার খাবার জন্য তৈরি নবাবী সেমাই। ঈদের দিনে ঘরের সবাইকে সার্ভ করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tanmana Dasgupta Deb
Guwahati

মন্তব্যগুলি

Similar Recipes