বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট (palak saager ghonto recipe in Bengali)

Rupa Pal
Rupa Pal @cook_37135195

#LD

শীতের দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে।

বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট (palak saager ghonto recipe in Bengali)

#LD

শীতের দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫-২০ মিনিট
২-৩ জন
  1. ৫০০ গ্ৰাম পালং শাক
  2. ২ টি বেগুন
  3. ২টি আলু
  4. ১০-১২ টি ডালের বড়ি
  5. ৩ টেবিল চামচ আদা বাটা
  6. পরিমাণ মত জল
  7. স্বাদমতোনুন
  8. ১ চা চামচ হলুদ গুঁড়া
  9. ৫-৬ টা কাঁচা লঙ্কা চেরা
  10. ২ টেবিল চামচ চিনি
  11. ফোঁড়নের জন্য
  12. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  13. ২ টি শুকনো লঙ্কা
  14. ২-৩টি তেজপাতা টুকরো করা

রান্নার নির্দেশ সমূহ

১৫-২০ মিনিট
  1. 1

    পালং শাক কেটে ধুয়ে নিতে হবে।বড়ি হালকা ভেজে নিতে হবে।কড়াই এ তেল দিয়ে তাতে ফোঁড়ন দিয়ে আলু বেগুন ভেজে নিতে হবে ও তার মধ্যে পালং শাক দিয়ে নুন দিয়ে একসঙ্গে কষিয়ে নিতে হবে মিডিয়াম হিটে ৬/৭ মিনিট।

  2. 2

    তারপর পরিমাণ মতো জল দিয়ে বড়ি দিয়ে দিতে হবে এবং হলুদ গুঁড়া ও চিনি ও কাঁচা লঙ্কা দিয়ে ৫/৬ মিনিট লো হিটে ঢেকে দিতে হবে।

  3. 3

    তারপর সময়ের শেষে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে ও মাখামাখা হলে নামিয়ে নিলেই তৈরী হয়ে যাবে বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rupa Pal
Rupa Pal @cook_37135195
রান্না করতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes