চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malai curry recipe in Bengali)

Rupa Pal
Rupa Pal @cook_37135195

#LD

দুপুরের লাঞ্চটা একদম জমে উঠেছে রাজকীয় খাবারের স্বাদে,, ধোঁয়া ওঠা গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগছে

চিংড়ি মাছের মালাইকারি (chingri macher malai curry recipe in Bengali)

#LD

দুপুরের লাঞ্চটা একদম জমে উঠেছে রাজকীয় খাবারের স্বাদে,, ধোঁয়া ওঠা গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগছে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২২ মিনিট
২-৩ জন
  1. ৭-৮ টা গলদা চিংড়ি
  2. ৫-৬ টেবিল চামচ নারকেল বাটা
  3. ২ কাপ (চা এর কাপের) নারকেলের দুধ
  4. ৩ টি পেঁয়াজ কুচি
  5. ১ টি টমেটো কুচি
  6. ১ টেবিল চামচ আদা বাটা
  7. ১ টেবিল চামচ রসুন বাটা
  8. ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  9. ১ টেবিল চামচ জিরা গুঁড়া
  10. ১ চা চামচ হলুদ গুঁড়া
  11. ১ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো
  12. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা
  13. ৫-৬ টি কাঁচা লঙ্কা চেরা
  14. ৪০-৫০ এম এল সর্ষের তেল
  15. ২ টেবিল চামচ ঘি
  16. ১ চা চামচ চিনি ( ঐচ্ছিক)
  17. ২কাপনারকেলের জল
  18. ২ টেবিল চামচ ভাজা এলাচ দারুচিনি গুঁড়ো
  19. স্বাদ মতনুন
  20. ফোঁড়নের জন্য
  21. ২ টি শুকনো লঙ্কা
  22. ১-২ টি তেজপাতা
  23. ৫-৬ টি বড় এলাচ

রান্নার নির্দেশ সমূহ

২০-২২ মিনিট
  1. 1

    মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন। পেঁয়াজ, আদা ও রসুন পেস্ট নারকেলের জল দিয়ে করে নিতে হবে।অন্য জল ব্যাবহার করা যাবে না।

  2. 2

    ঐ তেলে ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি ও টোম্যাটো কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর সমস্ত বাটা মসলা, গুঁড়া মসলা ও নারকেল বাটা,নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ও নারকেল জল দিয়ে কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম হিটে ৪/৫ মিনিট।

  3. 3

    তারপর নারকেল দুধ ও নারকেল জল দিয়ে ফোটাতে হবে লো হিটে একটু ফুটে উঠলে মাছ দিয়ে দিতে হবে এবং লো হিটে ৪/৫ মিনিট ফোটাতে হবে।

  4. 4

    গ্ৰেভিটা একটু ঘনো হয়ে এলে ঘি গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিন ও ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভীষণ ভীষণ ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rupa Pal
Rupa Pal @cook_37135195
রান্না করতে ভালো লাগে।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes