পালং শাকের ঝোল(palak saager jhol recipe in Bengali)

Suryasikha Bose
Suryasikha Bose @cook_35504591

#FEM
#DOLPURNIMA
এটা খুব সহজ একটা রেসিপি। খুব তাড়াতাড়ি তৈরী হয়ে যায়। এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা ও ট্রাই করতে পারো ।

পালং শাকের ঝোল(palak saager jhol recipe in Bengali)

#FEM
#DOLPURNIMA
এটা খুব সহজ একটা রেসিপি। খুব তাড়াতাড়ি তৈরী হয়ে যায়। এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা ও ট্রাই করতে পারো ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৫ জন
  1. ১/২ কিলো পালং শাক ভালো করে ধুয়ে নিতে হবে যাতে তাতে বালি না থাকে।
  2. ২টো আলু
  3. ১টা বেগুন
  4. ১ টা গোটা ফুলকপি
  5. ৭-৮ টা ডালের বড়ি
  6. পরিমাণ মত আতপ চাল বাটা
  7. ৩-৪টা আদার টুকরো বাটা
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ২টো কাঁচা লঙ্কা
  10. ১/২ চা চামচ কালোজিরে
  11. ১চা চামচ মচ বাটার
  12. ১/২ বাটি জল
  13. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    (১)প্রথমে ডালের বড়ি গুলো একটু লাল করে ভেজে একটি পাত্রে উঠিয়ে রাখতে হবে।

  2. 2

    (২)এবার কড়াই তে তেল দিয়ে তাতে কাচা লংকা ও কালো জিরে ফোড়ণ দিতে হবে।

  3. 3

    (৩) এবার কেটে রাখা আলু, বেগুন ও ফুলকপির টুকরো গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে কড়াই তে ছেড়ে দিতে হবে, এরপর ২-৩ মিনিট রান্না করতে হবে।

  4. 4

    (৪) এরপর ধুয়ে রাখা পালং শাক গুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কম আঁচে প্রায় ৬-৭ মিনিট বসিয়ে রাখতে হবে।

  5. 5

    (৫)প্রায় ৬-৭ মিনিট পর ঢাকনা সরিয়ে দিলে দেখা যাবে পালং শাক থেকে জল বেরিয়ে এসেছে, এরপর স্বাদ অনুযায়ী নুন ও অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে নাড়তে হবে।

  6. 6

    (৬) এবার ভাজা বড়ি গুলো দিয়ে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট কম আঁচে বসিয়ে রাখতে হবে।

  7. 7

    (৭) ৩-৪ মিনিট পর ঢাকনা টা সরিয়ে দিতে হবে আর পালংশাকের জল শুকিয়ে এলে তাতে চাল বাটা ও আদা বাটা দিয়ে আর ১/২ বাটি জল দিতে হবে।

  8. 8

    (৮) তারপর ৩-৪ মিনিট ফোটাতে হবে, তারপর জল একটু শুকিয়ে গেলে ১চামচ বাটার দিতে হবে। ব্যস পালংশাকের ঝোল তৈরী।

  9. 9

    (৯) এবার একটা পাত্রে ঢেলে ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suryasikha Bose
Suryasikha Bose @cook_35504591

মন্তব্যগুলি

Similar Recipes