আমলকীর আচার (amlokir achaar recipe in Bengali)

Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

#ACR
আচার খেতে পছন্দ করি ভীষণ , যে কোনো আচার ।
আজ বানালাম আমলকীর আচার।শীতকালে আমলকীর আচার খুব উপাদেও। সর্দি , কাশিতে বেশ ফলপ্রসূ।

আমলকীর আচার (amlokir achaar recipe in Bengali)

#ACR
আচার খেতে পছন্দ করি ভীষণ , যে কোনো আচার ।
আজ বানালাম আমলকীর আচার।শীতকালে আমলকীর আচার খুব উপাদেও। সর্দি , কাশিতে বেশ ফলপ্রসূ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০/২৫ মিনিট।
৩/৪ জন।
  1. 250 গ্রাম আমলকী
  2. 4টেবিল চামচ সর্ষের তেল
  3. 250গ্রাম গুড়
  4. 2চিমটিলবণ
  5. 1/2 চা চামচলঙ্কা গুঁড়ো
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1/2 চা চামচগোটা ধনে
  8. 1/2 চা চামচগোটা জিরে
  9. 1/2 চা চামচগোটা মৌরি
  10. 1/2 চা চামচজোয়ান
  11. 1/2 চা চামচপাঁচফোড়ন
  12. 2টি গোটা লাল লঙ্কা
  13. 2চিমটি চিলি ফ্লেক্স
  14. 5কোয়া রসুন থেঁতলানো

রান্নার নির্দেশ সমূহ

২০/২৫ মিনিট।
  1. 1

    প্রথমে আমলকী ভালো করে ধুয়ে নিলাম।

  2. 2

    হাতের কাছে উপকরণ গুলি রাখলাম।

  3. 3

    গ্যাস ওভেন জ্বালালাম। প্রেসার কুকারে সামান্য জল দিয়ে আমলকী সিদ্ধ করে নিলাম। তারপর ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে চটকে নিলাম। গোটা মশলা গুলো ভেজে গুঁড়িয়ে নিলাম।

  4. 4

    এবার মাঝারী আঁচে আচার তৈরি করার জন্য কড়াই বসালাম। কড়াই গরম হলে তেল ঢেলে দিলাম। তেল গরম হলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, পাঁচ ফোড়ন নাড়া চাড়া করে সুবাস উঠলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও থেঁতলানো রসুন দিয়ে দিলাম। চটকানো আমলকী ঢেলে দিলাম । পাঁচ মিনিট পরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম।

  5. 5

    অনবরত নাড়তে থাকলাম, যেনো তলায় লেগে না যায়। জল শুকিয়ে এলে, মাখা মাখা হলে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম।আমার আচার তৈরি কমপ্লিট।

  6. 6

    পরিবেশনের জন্য প্রস্তুত।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mamtaj Begum
Mamtaj Begum @cookingmagickolkata
Kolkata park circus

মন্তব্যগুলি

Similar Recipes