চালতার আচার (chaltar achaar recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#ACR
চালতার আচার দারুন স্বাদের হয়। খুব মজা ও লাগে এই আচার ছোটবেলায় ভীষণ কিনে খেতাম স্কুল থেকে ফেরার পথে।আমার ভীষণ প্রিয় একটি আচার।

চালতার আচার (chaltar achaar recipe in Bengali)

#ACR
চালতার আচার দারুন স্বাদের হয়। খুব মজা ও লাগে এই আচার ছোটবেলায় ভীষণ কিনে খেতাম স্কুল থেকে ফেরার পথে।আমার ভীষণ প্রিয় একটি আচার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট।
৫ জন।
  1. 1টি চালতা
  2. স্বাদ মত চিনি
  3. 1 চা চামচ পাঁচফোঁড়ন
  4. ৪ টি শুকনো লঙ্কা
  5. 1 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1 চা চামচসর্ষের তেল
  7. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট।
  1. 1

    প্রথমে চালতা ভালো করে কেটে ধুয়ে নিতে হবে।পরে এটি একটু ভাপিয়ে নিতে থেঁত করে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে তাতে পাঁচ ফোরণ ও শুকনো লঙ্কা দিয়ে,একটু নেড়ে দিয়ে চালতা দিয়ে দিতে হবে।

  3. 3

    এবার হালকা হাতে নেড়েচেড়ে হলুদ গুড়ে ও নুন দিয়ে ভালো করে মেশাতে হবে,আর গ্যাস কমিয়ে নিয়ে চিনি দিয়ে হালকা হাতে নাড়তে হবে।জল ব্যাবহার হবে না।এভাবেই নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।এটি কাঁচের বয়েম এ রেখে দিলে বেশ কিছু দিন খাওয়া যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes