গাজরের আচার (gajarer achaar recipe in Bengali)

Amita Chattopadhyay
Amita Chattopadhyay @amita_17

#ACR

শীতের লাল লাল টাটকা গাজর দিয়ে আজ আমি গাজরের আচার বানিয়েছি এটা রুটি , পরোটা , ডাল - ভাত সবার সাথেই ভালো লাগে এটা খুব সহজে এবং ঝটপট হয়ে যায়।

গাজরের আচার (gajarer achaar recipe in Bengali)

#ACR

শীতের লাল লাল টাটকা গাজর দিয়ে আজ আমি গাজরের আচার বানিয়েছি এটা রুটি , পরোটা , ডাল - ভাত সবার সাথেই ভালো লাগে এটা খুব সহজে এবং ঝটপট হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম গাজর
  2. ৩ টি কাঁচা লঙ্কা
  3. ২ ইঞ্চি মাপের আদা
  4. স্বাদ মতনুন
  5. ১চা চামচ হলুদ গুঁড়ো
  6. ২চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. ১ চা চামচগোটা ধনে
  8. ১চা চামচ গোটা গোলমরিচ
  9. ২চা চামচকালো সর্ষে
  10. ১চা চামচ সাদা সর্ষে
  11. ১চা চামচ মেথি
  12. ১চা চামচ জোয়ান
  13. ১চা চামচ ভিনিগার
  14. ১চা চামচ হিং
  15. ১চা চামচ কালো জিরে
  16. ২চা চামচ মৌরি
  17. ১/২ কাপ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    গাজর, আদা ও কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে শুকনো করে পাতলা করে কেটে নিতে হবে।

  2. 2

    কম আঁচে দুই ধরনের সর্ষে, গোলমরিচ শুকনো খোলায় এক মিনিট নেড়ে মেথি দিয়ে আবার একটু নেড়ে মৌরি, জোয়ান, ধনে দিয়ে এক মিনিট নেড়ে আঁচ থেকে নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে একটু গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি গুঁড়ো হবেনা।

  3. 3

    এবার ওই গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও কালো জিরে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এবার কড়াইতে তেল ভালো করে গরম করে আঁচ কমিয়ে হিং দিয়ে সব্জি কুচি গুলি দিয়ে ২ মিনিট নেড়ে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে ভালো করে মেশাতে হবে।

  5. 5

    এরপর এতে স্বাদমতো নুন দিয়ে ৩ মিনিট নেড়ে আঁচ থেকে নামিয়ে নিতে হবে।

  6. 6

    তারপর এর মধ্যে ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amita Chattopadhyay

মন্তব্যগুলি

Similar Recipes