অনিয়ন টমেটো চাটনি (onion tomato chutney recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#ACR
রুটি পরটা, বা মোমোজ এর সাথে খাওয়ার জন্য একদম সহজেই তৈরি করে ফেলুন এই চাটনি ।
খেতে অসাধারণ হয়েছিল।

অনিয়ন টমেটো চাটনি (onion tomato chutney recipe in bengali)

#ACR
রুটি পরটা, বা মোমোজ এর সাথে খাওয়ার জন্য একদম সহজেই তৈরি করে ফেলুন এই চাটনি ।
খেতে অসাধারণ হয়েছিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ টেবিল চামচ বিউলি ডাল
  2. ৩ টেবিল চামচ চানা ডাল
  3. টুকরো১/২ পেঁয়াজ
  4. ১ ইঞ্চি আদা
  5. ৪-৫টা ছোট রসুন কোয়া
  6. ৪-৫ টি শুকনো লঙ্কা
  7. ১ চা চামচ সর্ষে
  8. ৬-৭ টি কারি পাতা
  9. ১ চা চামচ তেঁতুল
  10. স্বাদ মতনুন
  11. ৩ টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে সব উপকরণ হাতের কাছে রেখে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে বিউলি ডাল ও চানা ডাল দিয়ে দিতে হবে। ১ চামচ এর মত বিউলির ডাল ফোরনের জন্য রেখে দেব।

  2. 2

    তারপর ওর মধ্যে ৩ টি শুকনো মরিচ ও পেঁয়াজ টুকড়া, আদা, রসুন দিয়ে হালকা ভাজতে হবে তারপর টমেটো দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে।

  3. 3

    তারপর চাটনির উপকরণ ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঘুরিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে।

  4. 4

    এবার একটি বড় চামচে তেল নিয়ে তেল গরম হলে সর্ষে, বিউলি ডাল ও শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে বাঘার দিতে হবে।

  5. 5

    এবার সেই বাঘার টি তৈরি চাটনির উপর গরম গরম ঢেলে দিতে হবে। আর নিজের পছন্দ মত পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes