মটন বিরিয়ানি(MUTTON BIRIYANI RECUIPE IN BENGALI)

Ahasena Khondekar - Dalia
Ahasena Khondekar - Dalia @cook_26975198

#SRF
কলকাতার স্টল ও বড় রেস্টুরেন্ট এর খুব চল আছে।সব ধরনের মানের পাওয়া যায়।
আর রেস্টুরেন্টে যাওয়ার প্তয়োজন নেই।
আমি তোমাদের শেয়ার করছি

মটন বিরিয়ানি(MUTTON BIRIYANI RECUIPE IN BENGALI)

#SRF
কলকাতার স্টল ও বড় রেস্টুরেন্ট এর খুব চল আছে।সব ধরনের মানের পাওয়া যায়।
আর রেস্টুরেন্টে যাওয়ার প্তয়োজন নেই।
আমি তোমাদের শেয়ার করছি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০মি-১ঘণ্টা
৪জনের মতো
  1. ৪কাপ বাসমতি চাল
  2. ৫০০/৬০০ গ্রাম মাটন
  3. ৫/৬টি গোটা আলু খোসা ছাড়িয়ে চিরে নিয়ে
  4. 1/2 কাপটক দই
  5. ৩০০গ্ৰাম পেঁয়াজ কুচির বেরেস্তা
  6. ১৫০গ্ৰাম সাদা তেল
  7. ৩/৪টুকরো দারচিনি
  8. ৭/৮টি লবঙ্গ
  9. ৪টি ছোট এলাচ
  10. ৬টি তেজপাতা
  11. ১টেবিল চামচ ঘি
  12. ২টেবিল চামচ কেওরা জল
  13. ২ফোটা মিঠা আতর
  14. ১টেবিল চামচ জিরে গুঁড়ো
  15. ১টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  16. ১চা চামচ গোল মরিচ গুঁড়ো
  17. ১.৫টেবিল চামচ আদাবাটা
  18. 1/2চা চামচ জাফরান রং
  19. ১.৫টেবিল চামচ বিরিয়ানি মসলা গুঁড়ো
  20. 1/2 কাপদুধ/ভাত ঝড়ানো জল
  21. কয়েকটি পুদিনাপাতা ঐচ্ছিক
  22. প্রয়োজন মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৫০মি-১ঘণ্টা
  1. 1

    প্রথমে ১টা হাঁড়িতে ১০ কাপ জল,২টি তেজপাতা,২/৩টি লবঙ্গ, অর্ধেক পরিমাণ দারচিনি,২টি এলাচ ফাটিয়ে ও ১চা চামচ তেল দিলাম ঢাকা দিয়ে জল ফুটতে দিলাম।
    ফুটৈ উঠলে র ঝড়ানো চাল দিলাম ও নেড়ে দিয়ে ফুটতে দিলাম।ফুটে উঠলে৮০ ভাগ ভাত সেদ্ধ অবস্থায় জল ঝড়তে দিলাম ও চালনি /গামলায় ছড়িয়ে দিলাম

  2. 2

    এবার মাটন ধূয়ে জল ঝড়ানো বোলে নিয়ে টক দই, দারচিনি,ছেটে এলাচ ফাটানো, লবঙ্গ, সামান্য জাফরান রং,জিরে গুঁড়ো, গোল মরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,নুন, তেজপাতা ২টি,আদা বাটা,কাঁচা লঙ্কা ৩টি, বিরিয়ানি মসলা ১টেবিল চামচ,, তৈরি করে রাখা বেরেস্তা ৩ ভাগের ২ভাগ ও বেরেস্তার তেল ২টেবিল চামচ সমস্ত হাত দিয়ে মেখে মিনিমাম ২ঘনটা ম্যারিনেট করে ঢাকা রাখলাম মাঝে কয়েক বার নেড়ে দিলাম।

  3. 3

    এবার গ্যাস জ্বেলে কুকার বসিয়ে ১০০গ্ৰাম তেল দিয়ে দারচিনি ক্রাস করা,২টি এলাচ ফাটানো ও তেজপাতা দিয়ে ম্যারিনেট করা মাটন দিয়ে কষিয়ে ম্যারিনেট জলটা দিয়ে আরোও কষিয়ে ঢাকা লাগিয়ে ৩টে হুইসেল বাজিয়ে নিলাম।
    আলু সেদ্ধ করে ভেজে নিয়ে মাটন কষাতে মিশিয়ে নিলাম

  4. 4

    এবার গ্যাস জ্বেলে ধীরে আঁচে বিরিয়ানির হাড়ি/পাতিল বসিয়ে দিয়ে তেল ও ঘি দিলাম গরম হলে হাঁড়ির ভিতরটায় ঘুড়িয়ে বুলিয়ে নিলাম ও কিছু টা ঘি,তেল বেরেস্তা র বাটিতে ঢেলে রাখলাম।

  5. 5

    এবার ঐ হাঁড়িতে তেজপাতা,ও অর্ধেক ভাত ছড়িয়ে দিলাম,মাটন আলু কষা সাজিয়ে দিয়ে, বেরেস্তা, বিরিয়ানি মসলা ছড়িয়ে উপরে বাকি ভাত সাজিয়ে দিয়ে,দুধে/ভাত থাকা জলে জাফরান রং মিশিয়ে রাউন্ড করে ছড়িয়ে দিলাম।কেওড়া জলে মিঠা আতর মিশিয়ে ছড়িয়ে দিলাম ও উপরে কয়েকটি পুদিনাপাতা কুচি দিয়ে ঢাকা দিলাম।আটা গুলে হাঁড়ির কিনারাতে লাগিয়ে ঢাকাটা চেপে দিলাম।

  6. 6

    এবার গ্যাসের উপর তাওয়া বসিয়ে মুখ বন্ধ হাড়ি ৫মিনিট হাইও ১৫মিনিট মত স্লো আঁচে রান্না করতে দিলাম যাতে ধীরে ধীরে আঁচে বিরিয়ানির হাড়ির ভিতরের রান্নার মসলা মিশে যায় ও মাটন ভাত সেদ্ধ হয়ে মোলায়েম হয়ে সুস্বাদু হয়ে উঠে।
    এবার সার্ভিস ডিশে আমার সুস্বাদু মাটন বিরিয়ানি রেস্টুরেন্টের মত স্যালাড সহযোগে পরিবেশনের জন্য প্রস্তুত

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ahasena Khondekar - Dalia
#FFw4#BaburchiHat"বেগুন 🍆 ভর্তা"উপকরণ:১টি ফ্রেশ গোটা বেগুন,১টি ডিম সেদ্ধ,১টি পেঁয়াজ কুচি,১চুটকি গোটা জিরে,১টি শুকনো লঙ্কা ছেঁড়া,১/২টেবিল চামচ তেল,১টি টমেটো 🍅 কুচি,নুন প্রয়োজন মত। ইচ্ছা হলে ব্যালেন্স মত চিনি।প্রনালী: বোঁটা সহ গোটা বেগুন তেল মাখিয়ে রে পুড়িয়ে নিয়ে বোটাটা রেখে খোসা ফেলে ছাড়িয়ে ছেনে রাখতে হবে।এবার কড়াইতে তেল দিয়ে গরম হলে শুকনো লঙ্কা ছেঁড়া ও গোটা জিরে ফোরন দিয়ে যখন চিটপিট করে উঠবে, পেঁয়াজ কাটা দিয়ে ভুনে হাল্কা ভাজা হলে ,বেগুন ছানা দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে,ডিম সেদ্ধ চটকে দিয়ে,টমেটো কুচি, নুন দিয়ে নেড়ে ইচ্ছা হলে চিনি দিতে পারেন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন।এবার পরিবেশনপালা সার্ভিং প্লেটে বোঁটা সহ ছবির মত সাজিয়ে পরিবেশন।🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes