আলু বিরিয়ানি (alu biriyani recipe in Bengali)

Labani Majumder
Labani Majumder @cook_16133853

#আলুর রেসিপি

আলু বিরিয়ানি (alu biriyani recipe in Bengali)

#আলুর রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ টা আলু
  2. ২০০গ্ৰাম বাসমতী চাল
  3. ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  4. ১ টেবিল চামচ আদাবাটা
  5. ১ টেবিল চামচ রসুন বাটা
  6. ৪ টেবিল চামচ টকদই
  7. ১/২ কাপ পেঁয়াজ বেরেস্তা
  8. ১/২ চা চামচ জাফরান
  9. ১টেবিল চামচ গোটা গরম মশলা
  10. ১ টেবিল চামচ বিরিয়ানি মশলা
  11. ২ চা চামচ গোলাপ জল
  12. ১ চা চামচ কেওড়া জল
  13. ৩ ফোঁটামিঠা আতর
  14. ৩টেবিল চামচ লবন
  15. ১/২ চা চামচ লংকার গুঁড়ো
  16. ২ টেবিল চামচ ঘি
  17. ২ টেবিল চামচ সাদা তেল
  18. ৩ লিটার জল
  19. ২ ফোঁটা হলুদ খাবার রং

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ৩ টে মাঝারি বা বড় আলু মাঝখান থেকে দুভাগ করে কেটে ৭০ ভাগ সিদ্দ করে জল ঝরিয়ে নিতে হবে, চাল ৩০ মিনিট আগে ভিজিয়ে ৩ লিটার জলে ২ চামচ লবন ও গোটা গরম মশলা দিয়ে ৭ মিনিট ফুটিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে

  2. 2

    সিদ্দ করা আলু একটা টুথপিক এর সাহায্যে বেশ কিছু জায়গায় ফুটো করে দিতে হবে যাতে আলুর সাথে মশলা ভালো করে ম্যারিনেট হয়

  3. 3

    এবার একটা পাত্রে ফেটিয়ে রাখা টকদই, পিয়াজ বাটা, আদাবাটা, রসুন বাটা, লবন, লংকারগুড়ো, বিরিয়ানি মশলা, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে সিদ্দ করা আলু গুলো দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে, একটা কাপ এ জলে হলুদ ফুড কালার, মিঠা আতর, গোলাপজল, কেওড়া জল ও সাফরণ দিয়ে মিশিয়ে বিরিয়ানির জন্য সুগন্ধ্য ও কালার তৈরী করে রাখতে হবে।

  4. 4

    এবার গ্যাস ওভেনে একটা করাই তে সাদাতেল গরম করে তার মধ্যে ঘি দিয়ে ম্যারিনেট করে রাখা আলু গুলো দিয়ে কষাতে হবে ১৫ মিনিট, মশলা থেকে তেল ছাড়লে ওর মধ্যে পিয়াজ বেরেস্তা মিশিয়ে নিলেই তৈরী আলু বিরিয়ানির গ্রেভি

  5. 5

    করাই থেকে আলু গুলো সাবধানে তুলে বিরিয়ানির জন্য লেয়ার তৈরী করতে হবে, আলু তুলে ওই তেলের মইধ্যে প্রথমে কিছুটা সিদ্দ করে রাখা বিরিয়ানির ভাত ছড়িয়ে তার উপরে আবার বিরিয়ানির জন্য তৈরী আলু সমেত গ্রেভি ও তৈরী করে রাখা বিরিয়ানির সুগন্ধ্য কালার ও ছড়িয়ে আবার ও উপরে কিছুটা ভাত ও উপর দিয়ে ১ চামচ সগন্ধ্য কালার, বিরিয়ানি মশলা ছড়িয়ে উপর দিয়ে বাকি পিয়াজ বেরেস্তা দিয়ে করাই ঢেকে দিয়ে হবে।

  6. 6

    এবার কড়াইতে একটা চাটু বসিয়ে তার উপরে বিরিয়ানি সমেত করাই বসিয়ে করাই এর মুখ বন্ধ করে ১৫ মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে সুস্বাদু আলু বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Labani Majumder
Labani Majumder @cook_16133853

মন্তব্যগুলি

Similar Recipes