মটন বিরিয়ানি (mutton biriyani recipe in Bengali)

Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

#goldenapron3
#cookforcookpad
আমি golden apron 3 এর 24th ফেব্রুয়ারি সপ্তাহের ধাঁধা থেকে Mutton(মটন) বেছে নিয়ে এই রেসিপি টা বানিয়েছি। বিরিয়ানি ভালো লাগে না এই রকম লোক খুব কম সংখ্যক ই আছে আর সেটা মাটন বিরিয়ানি হলে তো কথাই নেই। বাড়িতে অতিথি সমাগমে মেইন কোর্স হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি।

মটন বিরিয়ানি (mutton biriyani recipe in Bengali)

#goldenapron3
#cookforcookpad
আমি golden apron 3 এর 24th ফেব্রুয়ারি সপ্তাহের ধাঁধা থেকে Mutton(মটন) বেছে নিয়ে এই রেসিপি টা বানিয়েছি। বিরিয়ানি ভালো লাগে না এই রকম লোক খুব কম সংখ্যক ই আছে আর সেটা মাটন বিরিয়ানি হলে তো কথাই নেই। বাড়িতে অতিথি সমাগমে মেইন কোর্স হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

120 মিনিট
5 জনের জন্য
  1. 500 গ্রামবাসমতী চাল
  2. 1কেজি মাটন
  3. 1চা চামচ গোটা জিরে
  4. 1চা চামচ গোটা ধনে
  5. 4টি তেজপাতা
  6. 2টি শুকনো লংকা
  7. 5টি ছোট এলাচ
  8. 9টি লবঙ্গ
  9. 2 টুকরোদারুচিনি
  10. 1/2চা চামচ গোটা গোলমরিচ
  11. 2টি জয়িত্রি
  12. 1/4চা চামচ জায়ফল
  13. 2টি বড় এলাচ
  14. 3টি স্টার অ্যানিস
  15. 1চা চামচ সা জিরে
  16. 1/2চা চামচ কাবাব চিনি
  17. 2টেবিল চামচ গোলাপ জল
  18. 2চা চামচ কেওড়া জল
  19. 1চা চামচ তরল হলুদ ফুড কালার
  20. 1/2 কাপফুটিয়ে ঠান্ডা করা দুধ
  21. 5টি সেদ্ধ করা ডিম
  22. 5টি হলুদ দিয়ে ভাজা আলু
  23. 1 কাপভেজিটেবিল তেল
  24. 6টেবিল চামচ ঘি
  25. স্বাদ মতনুন
  26. 2টেবিল চামচ টক দই
  27. 1চা চামচ শুকনো লংকা গুঁড়ো
  28. 1চা চামচ হলুদ
  29. 1টি বড় পেঁয়াজের বেরেস্তা
  30. 2টি বড় পেঁয়াজ (স্লাইজ করা)
  31. 2টেবিল চামচ আদা বাটা
  32. 2টেবিল চামচ রসুন বাটা
  33. 2 ফোঁটা আতর
  34. 2টেবিল চামচ মাখা ময়দা
  35. 1টেবিল চামচ গোটা গরম মশলা (3 টি ছোট এলাচ, 3টি লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, 3টি গোটা গোলমরিচ, 1টি স্টার আনিস)

রান্নার নির্দেশ সমূহ

120 মিনিট
  1. 1

    প্রথমে বাসমতি চাল টা ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর একটি পাত্রে জল নিয়ে তাতে 3 টি ছোট এলাচ, 3টি লবঙ্গ, 4 টি গোটা গোলমরিচ, 1টি দারুচিনি,নুন আর 1 টি স্টার আনিস দিয়ে ফুটিয়ে তাতে চাল টা দিয়ে একটু শক্ত ভাত বানিয়ে নিতে হবে।

  3. 3

    তার পর বাকি শুকনো মশলা গুলো শুকনো খোলা তে ভেজে তার মধ্যে একটু হলুদ দিয়ে গুঁড়ো করে নিলেই রেডি বিরিয়ানি মশলা এবং দুধের মধ্যে 1 চা চামচ এই মশলা মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে ।

  4. 4

    তার পর একটি পাত্রে মাটন নিয়ে তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, নুন, 2 চা চামচ বিরিয়ানি মশলা, 2 টেবিল চামচ ভেজিটেবিল তেল আর টক দই দিয়ে একসাথে ভালো করে ম্যারিনেট করে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে ।

  5. 5

    এবার একটি পাত্রে ভেজিটেবিল তেল নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে তাতে স্লাইজ করা পেঁয়াজ টা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাটন টা দিয়ে ভালো করে কষিয়া নিতে হবে ।

  6. 6

    তার পর মাটন টা প্রেসার কুকারে নিয়ে পরিমাণ মত জল দিয়ে কম আঁচে 6 টি সিটি দিয়ে নিতে হবে ।

  7. 7

    এরপর একটি পাত্রে নিচে 1 টেবিল চামচ ঘি মাখিয়ে তার উপরে মাংসের লেয়ার দিয়ে উপর থেকে 1/2 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে তার উপর ভাতের লেয়ার দিয়ে আবার উপর থেকে 1/2 চা চামচ বিরিয়ানি মশলা, গোলাপ জল,কেওরা জল,হলুদ ফুড কালার আর বেরেস্তা দিতে হবে।

  8. 8

    এইভাবে আরো 1 টি লেয়ার করে উপরে বিরিয়ানি মশলা মেশানো দুধ, ঘি, আতর, ভাজা আলু আর সেদ্ধ করা ডিম দিয়ে পাত্রটির মুখ টা খুব ভালো করে মেখে রাখা ময়দা দিয়ে বন্ধ করে কম আঁচে 15 মিনিট দমে বসালেই রেডি সুস্বাদু মাটন বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Godhuli Mukherjee
Godhuli Mukherjee @cook_19307041

মন্তব্যগুলি (2)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Unique and innovative recipe...
Best wishes...
I have also tried a few new recipe do take time to see and comment and follow for encouragement...💐

Similar Recipes