মেওয়া পুরভরা ইনস্ট্যান্ট ব্রেড চকোলেট মোদক

ranja mukherjee
ranja mukherjee @cook_13548136

#লাড্ডু/মোদক এটি খুবই সহজ ও চটজলদি রেসিপি। এতে বেক করার ঝামেলা নেই, সেদ্ধ করার ঝামেলা নেই, মোল্ড এ দেওয়ার ও ঝামেলা নেই।

মেওয়া পুরভরা ইনস্ট্যান্ট ব্রেড চকোলেট মোদক

#লাড্ডু/মোদক এটি খুবই সহজ ও চটজলদি রেসিপি। এতে বেক করার ঝামেলা নেই, সেদ্ধ করার ঝামেলা নেই, মোল্ড এ দেওয়ার ও ঝামেলা নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট লাগবে
৪ জনের জন্য পরিবেশিত
  1. পুরের জন্য:-
  2. ১ কাপমেওয়া
  3. আধা কাপদুধ
  4. ২-৩ বড় চামচচিনি গুঁড়ো (স্বাদমত)
  5. ১ চা চামচএলাচ গুঁড়ো
  6. ১ বড় চামচঘী
  7. ২-৩ বড় চামচকোচানো কিসমিস
  8. বাইরের খামি বানানোর জন্য:-
  9. ৪ পিসপাঁউরুটি
  10. ২ চা চামচকোকো পাউডার
  11. ২ চা চামচড্রিংকিং চকোলেট পাউডার
  12. ২-৩ বড় চামচচিনি গুঁড়ো (স্বাদমত)
  13. ২ চা চামচকোচানো আমন্ড
  14. ২ চা চামচকোচানো কাজু
  15. ১ বড় চামচঘী
  16. ২-৩ বড় চামচদুধ (প্রয়োজনমত)

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট লাগবে
  1. 1

    ব্লেন্ডারে পাঁউরুটি গুঁড়ো করে নিন।

  2. 2

    বাটিতে কোচানো বাদাম বাদে সমস্ত (বাইরের খামি বানানোর জন্য) শুকনো উপাদানগুলি মেশান।

  3. 3

    ভালোকরে মেশানোর পর এতে ধীরে ধীরে ঘী এবং দুধ মিশিয়ে মন্ড বানান।

  4. 4

    এতে বাদামকুচি মেশান এবং নরম তেলতেলে মন্ড বানিয়ে সরিয়ে রাখুন।

  5. 5

    এবার পুর বানান, প্যান গরম করুন এবং ঘী দিন। ঘী গলে গেলে দুধ মিশিয়ে ফোটান।

  6. 6

    যখন দুধ ফুটতে শুরু করবে তখন মেওয়া মেশান।

  7. 7

    বাদামকুচি দিয়ে দিন। এবার নাড়ুন যতক্ষন না মিশ্রণটি প্যান থেকে ছেড়ে আসছে।

  8. 8

    আঁচ থেকে নামিয়ে চিনি গুঁড়ো দিয়ে দিন।

  9. 9

    হাতে ঘী মাখিয়ে মন্ড থেকে ছোট ছোট বল বানান।

  10. 10

    বলগুলো থেকে ছোট ছোট কাপ বানান এবং এতে পুর ভরে দিন। চামচের সাহায্যে মোদক আকৃতি দিন।

  11. 11

    আধা ঘন্টা রেখে দিন তারপর মোদক পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ranja mukherjee
ranja mukherjee @cook_13548136

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
This looks delicious!!👌Amio kichu notun try korechi.
Dekhe comments ar bhalo lagle onusoron rekho.🍊

Similar Recipes