চকোলেট মোদক

Sikha Dam
Sikha Dam @cook_15520115

#ডেজার্ট রেসিপি

চকোলেট মোদক

#ডেজার্ট রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 সারভিংস
  1. 500 গ্রামচালের গুঁড়ো
  2. 1টা নারকেল কোড়া
  3. 250 গ্রামচিনি
  4. 2 চামচকোকো পাউডার
  5. 1/2 চা চামচভ্যানিলা এসেন্স
  6. 1/2 চামচনুন
  7. 4 চা চামচভালো ঘি
  8. 1টা চকোলেট বার
  9. 3চা চামচচকোলেট সস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে 4 কাপ জল গরম করতে হবে ওর মধ্যে নুন ও অল্প তেল দিতে হবে।

  2. 2

    জল ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে ভালো করে নাড়তে হবে যখন মাখা মাখা হবে 5 মিনিট পর গ্যাস বন্ধ করে ঢাকা দিতে হবে।

  3. 3

    5 মিনিট পর ঢাকা খুলে মিশ্রণ তা একটা থালাতে ঢেলে ভালো করে ঘি হাতে লাগিয়ে ঠেসতে হবে। আটা মাখার মতো মেখে রাখতে হবে।

  4. 4

    এবার গ্যাসে আবার প্যান বসিয়ে চিনি র নারকেল কোরা মিশিয়ে নাড়তে হবে। যখন করার গা ছেড়ে আসবে তখন ভ্যানিলা এসেন্স দিয়ে র কোকো পাউডার দিয়ে ভালো করে নামিয়ে নিতে হবে। এটা হলো পুর।

  5. 5

    এবার চালের আটা মাখা নিয়ে লুচির আকার নিয়ে বাটির মতো করে ওর ভেতর নারকেলের পুর দিয়ে মুখবন্ধ করে মোদকের মতো গড়ে নিতে হবে।

  6. 6

    এবার স্টিমার নিয়ে তাতে মোদক গুলো সাজিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম করতে হবে।

  7. 7

    স্টিমার থেকে বার করে থালাতে সাজিয়ে ওপর থেকে চকোলেট সস ছড়িয়ে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sikha Dam
Sikha Dam @cook_15520115

মন্তব্যগুলি

Similar Recipes