দেশি মোরগ পোলাউ।

Md Kamal
Md Kamal @cook_16590276

বাঙালির রন্ধনশিল্প রাধা চক্রবর্তী গ্ৰুপ

দেশি মোরগ পোলাউ।

বাঙালির রন্ধনশিল্প রাধা চক্রবর্তী গ্ৰুপ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০মিনিট
৪জনের জন্য‌।
  1. ১টি মুরগি
  2. ৫০০ গ্ৰাম চিনিগুড়া চাউল / চাল
  3. ৩ কাপ পিঁয়াজ কুচি
  4. ১ চা চামচআদা বাটা
  5. ১ চা চামচরসুন বাটা
  6. ১ চা চামচমরিচ গুঁড়ো
  7. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  8. ১ চা চামচগরম মশলা গুঁড়ো
  9. ১/২ কাপটক দই
  10. পরিমান মতোলবন
  11. ৭/৮ টি কাঁচা মরিচ
  12. পরিমাণ মতোআস্ত গরমশলা
  13. ১চা চামচগোলাপ জল
  14. ৩টে চামচসয়াবিন তেল

রান্নার নির্দেশ সমূহ

৫০মিনিট
  1. 1

    প্রথমে মোরগ পিস করে কেটে এর সাথে হলুদ গুড়ো,মরিচ গুড়ো,আদা বাটা,রসুন বাটা,টক দই,গরম মশলা পাউডার ও স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে।

  2. 2

    এরপর হাড়িতে তেল দিয়ে এতে আস্ত গরম মশলা দিয়ে,তারপর পিঁয়াজ দিয়ে ভেজে নিতে হবে।এরপর এতে মাখানো মোরগ ঢেলে দিয়ে ৫মিনিট কষিয়ে,দু কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।

  3. 3

    ২০মিনিট পর ঢাকা খুলে ঝোল কমে আসলে নামিয়ে নিতে হবে।আরেকটি পাত্রে ১টেবিল চামচ তেল দিয়ে এক কাপ পিঁয়াজ দিতে হবে।পিঁয়াজ লাল হয়ে আসলে অল্প পিঁয়াজ তুলে রাখতে হবে।এরপর এতে চিনিগুড়া চাল দিতে হবে।

  4. 4

    চাল কিছু সময় নেড়ে এতে ৪কাপ গরম পানি দিয়ে স্বাদ মতো লবণ দিতে হবে।অল্প আঁচে ১০মিনিট রাধতে হবে।এরপর এর সাথে রান্না করা মাংস ঢেলে দিয়ে এতে কাচামরিচ ও তুলে রাখা পিঁয়াজ বেরেস্তা এবং সবশেষে গোলাপ জল দিয়ে ঢেকে রাখতে হবে।

  5. 5

    ১০মিনিট পর ঢাকা খুলে সার্ভ / পরিবেশন করতে হবে গরম গরম দেশী মোরগ পোলাউ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Md Kamal
Md Kamal @cook_16590276

Similar Recipes