¥ চিংড়ি মালাইকারি ¥

Debjani Dhar
Debjani Dhar @cook_16524468

#বাঙালির রন্ধনশিল্প রাধা চক্রবর্তী (সেই ব্রিটিশ আমল থেকে আজ ও পর্যন্ত জনপ্রিয় বাঙালীর পদ)

¥ চিংড়ি মালাইকারি ¥

#বাঙালির রন্ধনশিল্প রাধা চক্রবর্তী (সেই ব্রিটিশ আমল থেকে আজ ও পর্যন্ত জনপ্রিয় বাঙালীর পদ)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের জন্য
  1. ৪টি গলদা চিংড়ি
  2. ২চা চামচ টক দই
  3. ২০০ মিলি নারকেলের দুধ
  4. ১চা চামচ রসুন বাটা
  5. ১চা চামচ আদা বাটা
  6. ১চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১/২ চা চামচ জিড়া গুঁড়ো
  8. ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. পরিমান মত নুন
  10. ১/২ চা চামচ চিনি
  11. ১/২ কাপ সরিষার তেল
  12. ২টি ছোট এলাচ
  13. ২টি লবঙ্গ
  14. ১টুকরো দারুচিনি
  15. ২ টি তেজপাতা
  16. ১চা চামচ ঘি
  17. ৪টি কাঁচালঙ্কা
  18. ৫চা চামচ পিঁয়াজ বাঁটা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    চিংড়ি গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে।

  2. 2

    একটি কড়াইতে/প্যানে তেল গরম করে চিংড়ি গুলোকে হলুদ নুন মাখিয়ে হালকা করে সাঁতলে তুলে নিতে হবে।

  3. 3

    ওই তেলে একে একে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি ফোঁড়ন দিয়ে তাতে পিঁয়াজ বাঁটা, কাঁচা লঙ্কা বাঁটা, আদা-রসুন বাঁটা দিয়ে ভাল করে কষতে হবে।

  4. 4

    একটি গোটা নারকেল, কুঁচি করে মিক্সারে পিষে আগে থেকে দুধ ছেকে বের করে নিতে হবে। প্যানে মিশ্রণ গুলো কষানো হয়ে গেলে সেই দুধ অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নিন।

  5. 5

    এবার মিশ্রণটাতে দই, নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো একে একে দিয়ে ভালো করে মিশিয়ে চিংড়ি গুলো দিয়ে দিন।

  6. 6

    ১০ মিনিট মৃদু আঁচে ঢেকে রান্না করুন। নামানোর আগে ঘি দিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Dhar
Debjani Dhar @cook_16524468

Similar Recipes