চিরাচরিত ডিমের কারী

Arpita Dey
Arpita Dey @cook_16944127
Bangalore

#ইন্ডিয়া

চিরাচরিত ডিমের কারী

#ইন্ডিয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 সারভিংস
  1. 4 টি সেদ্ধ ডিম
  2. 1 টি বড় পেঁয়াজ (কুুচি)
  3. 1 ইঞ্চি আদা (বাটা)
  4. 5 কোয়া রসুন (বাটা)
  5. 6 টি কাঁচা লঙ্কা (চেরা)
  6. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  7. 1/2 চা চামচ জিরা গুঁড়ো
  8. 1/3চা চামচ ধনে গুঁড়ো
  9. 1/2চা চামচ লঙ্কার গুঁড়ো
  10. পরিমাণমতো নুন
  11. 1 চা-চামচ গরম মসলা গুঁড়ো
  12. পরিমাণ মতোধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    তেল গরম করে টুকরো করা আলু ও ডিম গুলি লাল করে ভেজে তুলে নিতে হবে ।

  2. 2

    এবারে গরম তেলে শাহি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, ও গোটা গরম মসলা ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরিয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে।

  3. 3

    নুন হলুদ দিয়ে পেঁয়াজ গুলো ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে ।

  4. 4

    কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধ টা চলে যায়, এবার একটি বাটিতে জিরা ধনে ও লংকা গুঁড়ো জল দিয়ে মিশিয়ে কড়াইতে ঢেলে দিতে হবে এবং আবার এক মিনিট ভেজে নিতে হবে ।

  5. 5

    মশলা থেকে তেল ছেড়ে আসতে শুরু করলে 1 গ্লাস জল ঢেলে ফুটতে দিতে হবে

  6. 6

    ঝোল ফুটে উঠলে আলু ও ডিম গুলো ঝোলে দিয়ে দিতে হবে । পাশাপাশি চেরা কাঁচা লঙ্কা গুলি দিয়ে দিতে হবে ।

  7. 7

    এখন ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দিতে হবে, সব ভালো ভাবে সেদ্ধ হয়ে যাবার পর ওপর থেকে ধনেপাতা কুচি ও গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি "চিরাচরিত ডিমের কারী"

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Dey
Arpita Dey @cook_16944127
Bangalore
I Am A Daughter, Sister, Wife And Mother Of ACute Little Baby Boy,But Deep Inside Still I Am A Small Girl .
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes