কাবুলিছোলা-বাদামের হালুয়া

Anjuman Banu
Anjuman Banu @cook_16626744

#5স্টারকিচেন
#মাইমিস্ট্রিবক্স

কাবুলিছোলা-বাদামের হালুয়া

#5স্টারকিচেন
#মাইমিস্ট্রিবক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
3 জন
  1. 200 গ্রামচিনাবাদাম
  2. 100 গ্রামকাবুলি ছোলা
  3. 100 গ্রামঘি
  4. 200 গ্রামচিনি
  5. 20 গ্রামগরম মসলা (এলাচ ও দারচিনি)
  6. 2 কাপদুধ
  7. 2পাকা কলা
  8. 4চা চামচ মধু
  9. 1স্লাইস চিজ্
  10. 5-6চা চামচ কিসমিস
  11. 5-6চা চামচ গোলাপ জল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে কাবুলি ছোলা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ।আর চিনা বাদাম শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিতে হবে ও 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে ।

  2. 2

    এবার প্রেসারকুকারে 3-4 সিটি দিয়ে নিতে হবে ছোলা ও বাদাম একসঙ্গে । সিদ্ধো হয়ে গেলে মিক্সি তে পেষ্ট করে নিতে হবে ।

  3. 3

    এরপর কড়াইতে ঘি দিয়ে এলাচ ও দারচিনি দিয়ে পেষ্ট টা দিয়ে দিতে হবে ও সমানে নাড়তে হবে তা না হলে জমাট বেঁধে যাবে ।

  4. 4

    যখন পেষ্ট থেকে ঘি ছাড়তে শুরু করবে তখন গোলাপ জল ও চিনি দিয়ে দিতে হবে ।আস্তে আস্তে পেষ্ট কড়াই থেকে ছেড়ে আসবে ।তখন কিসমিস দিয়ে ।

  5. 5

    হালুয়া রঙ্গ পাল্টে যাবে ও একেবারে কড়াই থেকে ছেড়ে আসবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে ।

  6. 6

    এবার একটা থালা তে ঘি লাগিয়ে হালুয়া দিয়ে সমান ভাবে ছড়িয়ে দিতে হবে ও ঠান্ডা হলে বরফী আকারে কেটে নিতে হবে ।

  7. 7

    চীজি বনানা বানানোর জন্য কলা মিস্কি তে পেষ্ট করে নিতে হবে চীজ স্লাইস দিয়ে ।

  8. 8

    একটা তাওয়া তে একটু ঘি দিয়ে কলা চিজ্ এর পেষ্ট ও মধু মিশিয়ে তাওয়া তে গোল গোল রুটির মতো করে ভেজে নিতে হবে ।এবার এটা কিছুখন ফ্রিজারে রেখে দিতে হবে ।

  9. 9

    এবার একটা হালুয়ার বরফী র উপর চিজি বানানা র লেয়ার দিয়ে তার উপর আর একটা হালুয়ার বরফী দিয়ে দিতে হবে ।ব্যাস তৈরি হয়ে যাবে কাবুলি ছোলা-বাদামের হালুয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Anjuman Banu
Anjuman Banu @cook_16626744

মন্তব্যগুলি

Similar Recipes