পোস্ত সন্দেশ (Posto Sondesh Recipe In Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#SR
#মিষ্টিমুখ / স্ন্যাক্স
এখানে আমি পোস্ত দিয়ে একটি নিজস্ব রেসিপি তৈরী করেছি | চিনাবাদাম, ঘি, নারকেল, চারমগজ ,মধু,দুধ দিয়ে সন্দেশটি তৈরী করেছি ৷এটি খেতেও বেশ ভালো হয়েছে | গতানুগতিক রেসিপি বাদ দিয়ে একটু অন্যরকমের জিনিস তৈরী করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, যা আমি বন্ধুদের সাথে ভাগ করে নিলাম |

পোস্ত সন্দেশ (Posto Sondesh Recipe In Bengali)

#SR
#মিষ্টিমুখ / স্ন্যাক্স
এখানে আমি পোস্ত দিয়ে একটি নিজস্ব রেসিপি তৈরী করেছি | চিনাবাদাম, ঘি, নারকেল, চারমগজ ,মধু,দুধ দিয়ে সন্দেশটি তৈরী করেছি ৷এটি খেতেও বেশ ভালো হয়েছে | গতানুগতিক রেসিপি বাদ দিয়ে একটু অন্যরকমের জিনিস তৈরী করার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, যা আমি বন্ধুদের সাথে ভাগ করে নিলাম |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪-৫ জন
  1. ১/৪ কাপ পোস্ত
  2. ১/৪ কাপ চিনাবাদাম
  3. ২-৩ চা চামচ ঘি
  4. ২ কাপ ঘন দুধ
  5. ২ চা চামচ নারকেল কোরা
  6. ২ চা চামচ চার মগজ
  7. ২ চা চামচ কাজুবাদাম
  8. ২ চা চামচ মধু
  9. ২ চা চামচ চিনি
  10. ২টি এলাচ থেঁতো করা
  11. ১ চিমটি গোলাপ জল
  12. ১ চা চামচ ভ্যানিলা
  13. ২টি চেরি কুচি
  14. ২টি আমন্ড কুচি

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে চিনাবাদাম ১ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে,১ ঘণ্টা পর বাদামের খোসা চটকে ফেলে দিতে হবে

  2. 2

    পোস্ত, চারমগজ, নারকেল শুকনো কড়াইতে একটু টেলেনিয়ে মিক্সিতে গুড়া করে নিতে হবে। এবার তাতে ভেজানো বাদাম সামান্য করে. ঘন দুধ মিশিয়ে মসৃণ পেস্ট তৈরী করতে হবে।

  3. 3

    প্যানে ২ চা চামচ ঘি দিয়েএলাচ থেঁতো দিয়েপোস্তর পেস্টটা দিয়ে খুব করে নাড়তে হবে। মাঝে মাঝে দুধ দিতে হবে, আর সমানে নেড়ে পাক দিতে হবে |

  4. 4

    ঘন হয়ে এলে তাতে চিনি, মধু, ভ্যানিলা দিয়ে গ্যাস বন্ধ করে১চুটকি গোলাপজল মেশাতে হবে|কিছুক্ষন ঢেকেরাখতে হবে।

  5. 5

    একটি প্লেটেসামান্য ঘি বুলিয়ে পোস্তর মণ্ডটা সমানভাবে ঢেলে একটু ট্যাপ করে,উপর দিয়ে আমন্ড ওচেরী বসিয়ে ফ্রিজে ঠাণ্ডা করতে হবে| একটু ঠান্ডা হয়ে সেট হয়েগেলে পছন্দমত সাইজে কেটে ডেজার্ড হিসাবে পরিবেশন করতে হবে | তৈরী হয়েগেল মিষ্টি রেসিপি পোস্তসন্দেশ | পুজোতে অতিথি দের মিষ্টিমুখ করতে এই অভিনব রেসিপিটি বেশ মর্যাদা পাবে বলেই আমার মনে হয় | রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে দেখতে পারেন |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes