রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35মিনিট
4জন
  1. 100 গ্রামমুসুর ডাল
  2. 50 গ্রামমুগ ডাল
  3. 2 চা চামচতেল
  4. 1 চা চামচগোটা জিরে
  5. 1 টাশুকনো লংকা
  6. 1টা তেজপাতা
  7. 8-10কারিপাতা
  8. 1টা পেঁয়াজ কুঁচানো
  9. 1 টুকরোআদা কুঁচানো
  10. 5-6 টুকরোরসুন কুঁচানো
  11. 2-3টা লংকা কুঁচানো
  12. 1 টা ছোট টমেটো কুচি
  13. 1চা চামচ হলুদ গুঁড়ো
  14. 1চা চামচ লংকা গুঁড়ো
  15. 1 চামচকাশ্মীরি লংকা গুঁড়ো
  16. 1.5 চামচধোনে গুঁড়ো
  17. 1.5 চামচজিরে গুঁড়ো
  18. 1.5 চামচগরম মসলা গুঁড়ো
  19. স্বাদমতোনুন ওচিনি
  20. 1 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

35মিনিট
  1. 1

    প্রথমে প্রেসার কুকারে ডাল ও পরিমান মতো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে

  2. 2

    এবার কড়াই তে তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনোলংকা ও তেজপাতা ফোঁড়ন দিতে হবে

  3. 3

    একটু নেড়ে চেড়ে কারিপাতা দিয়ে দিতে হবে.কারিপাতা একটু ভাজা হলে একে একে তাতে পেঁয়াজকুচি, আদাকুচি, রসুন কুচি, লংকা ও টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে

  4. 4

    সব ভালো করে ভাজা হয়ে গেলে ও টমেটো সেদ্দ হয়ে এলে তাতে একসাথে একটা বাটিতে সামান্য জল দিয়ে সব শুকনো মসলা গুলো গুলে নিয়ে দিয়ে দিতে হবে

  5. 5

    মসলা ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য জল, পরিমাণমতো নুন ও চিনি দিয়ে হালকা আঁচে মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখতে হবে

  6. 6

    এরপর ঢাকা খুলে তাতে সেদ্ধ ডাল দিয়ে দিতে হবে ও ভালো করে মসলার সাথে মিশিয়ে চাপা দিয়ে 5মিনিট মতো রেখে দিতে হবে

  7. 7

    এবার চাপা খুলে ওপর দিয়ে সামান্য ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈ্রি ডালফ্রাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnita Das Sil
Barnita Das Sil @cook_17432807

মন্তব্যগুলি

Similar Recipes