চাইনিজ ভেল

Chandrima Das
Chandrima Das @cook_15661140
Chennai

#বঙ্গললনা
#ফিউশন
আমি ইন্ডিয়ান এবং চাইনিজ রেসিপি ফিউশন করে এই চাইনিজ ভেল বানিয়েছি, খেতে কিন্তু দারুণ মুখরোচক

চাইনিজ ভেল

#বঙ্গললনা
#ফিউশন
আমি ইন্ডিয়ান এবং চাইনিজ রেসিপি ফিউশন করে এই চাইনিজ ভেল বানিয়েছি, খেতে কিন্তু দারুণ মুখরোচক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
2 সারভিংস
  1. 1প্যাকেট হাককা নুডুলস
  2. 3টেবিল চামচ বাঁধাকপি কুচি
  3. 3টেবিল চামচ গাজর কুচি
  4. 3টেবিল চামচ ক্যাপসিকাম কুচি
  5. 1টেবিল চামচ রসুন কুচি
  6. 1/2চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  7. 1চা চামচ সেজোয়ান সস
  8. 1/2 কাপসয়াবিন তেল
  9. 1চা চামচ সয়া সস
  10. 1চা চামচ গ্রীন চিলি সস
  11. স্বাদ অনুযায়ী নুন

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    একটা প্যাকেট নুডুলস নিতে হবে ও সব সবজি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিতে হবে

  2. 2

    একটি পাত্রে কিছুটা জল গরম করতে বসিয়ে সামান্য নুন ও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে জল ফুটতে দিতে হবে

  3. 3

    জল ফুটে উঠতে শুরু করলে নুডুলস ছোট ছোট করে ভেঙে দিয়ে দিতে হবে ও দুই থেকে তিন মিনিট সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে

  4. 4

    এবার একটা ফ্রাইপেনে সাদা তেল গরম করতে হবে ও সেদ্ধ করে নেওয়া নুডুলস দিয়ে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে

  5. 5

    সুন্দর করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নিতে হবে

  6. 6

    একটি বাটিতে টমেটো সস, গ্রীন চিলি সস, সয়া সস, সেজোয়ান সস নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  7. 7

    এবার একটি পাত্রে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে রসুন, কাঁচা লঙ্কা,গাজর, ক্যাপসিকাম ও বাঁধাকপি দিয়ে সামান্য নুন দিয়ে 2-3 মিনিট ভেজে নিতে হবে বেশি আঁচে

  8. 8

    দু থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে সব সস সবজি তে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  9. 9

    এবার ভেজে রাখা নুডুলস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি চাইনিজ ভেল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chandrima Das
Chandrima Das @cook_15661140
Chennai
YouTube channel "Chandrima's world "
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes