সয়া চিলি (soya chilli recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

#ইবুক
সয়া চিলি একটি ইন্দো চাইনিজ ফিউশন রান্না।বানিয়ে ফেলা খুব সহজ এবং সয়াবিনের যে উপকারিতা আছে সেটাও এর থেকে পাওয়া যায়। আর খেতেও অসম্ভব মুখরোচক লাগে।বানাতেও মাত্র ১০ মিনিট সময় লাগে।

সয়া চিলি (soya chilli recipe in Bengali)

#ইবুক
সয়া চিলি একটি ইন্দো চাইনিজ ফিউশন রান্না।বানিয়ে ফেলা খুব সহজ এবং সয়াবিনের যে উপকারিতা আছে সেটাও এর থেকে পাওয়া যায়। আর খেতেও অসম্ভব মুখরোচক লাগে।বানাতেও মাত্র ১০ মিনিট সময় লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
৪জন
  1. ২০০ গ্রাম সয়াবিন
  2. ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  3. ১ টেবিল চামচ ময়দা
  4. ১ টেবিল চামচ নুন
  5. ১ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো
  6. ১ চা চামচ ভিনিগার
  7. ১ চা চামচ সয়া সস
  8. ১ টেবিল চামচ টমেটো সস
  9. ৪ টেবিল চামচ সাদা তেল
  10. ১ টি বড় ক্যাপসিকাম
  11. ১ টি বড় পেঁয়াজ
  12. ২ টি কাঁচালঙ্কা
  13. ৮ কোয়া রসুন
  14. ১/২ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে গরম জল করে তাতে সয়াবিনের টুকরোগুলোকে ভিজিয়ে রাখতে হবে অন্তত ১৫ মিনিট। তারপর জল থেকে চিপে তুলে নিয়ে একটা অন্য প্লেটে রাখতে হবে।সেইখানে সোয়াবিন এতে আধা চা চামচ নুন,কর্নফ্লাওয়ার, ১/৪ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১/৪ চা চামচ সয়া সস ও ময়দা মিশিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে।

  2. 2

    এবারে একটি কড়াইতে ১ টেবিল চামচ তেল দিয়ে,সয়াবিন গুলোকে ভাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিতে হবে।

  3. 3

    তারপর একে একে নুন, ভিনিগার,সয়া সস এবং টমেটো সস দিয়ে দিতে হবে এবং হাই ফ্লেম এ এক মিনিট নাড়াচাড়া করতে হবে।

  4. 4

    এবারে কড়াইতে বাকি তেল দিয়ে, একে একে প্রথমে রসুনকুচি, তারপর পিঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং ক্যাপসিকাম কুচি ভালো করে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিতে হবে।

  5. 5

    এবারে আগে থাকতে ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দিতে হবে এবং এর সাথে খুব ভালো করে আরও এক মিনিট নাড়াচাড়া করতে হবে। মনে করলে যে গ্রেভি খুব শুকনো হয়ে গেছে হাফ কাপ জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হবে।

  6. 6

    গ্রেভি একদম তৈরি হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দিন সয়া চিলি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Similar Recipes