চাইনিজ পোটলি

Sampa Sardar
Sampa Sardar @cook_samoa1974

#5স্টারকিচেন।
#ফিউশন
এই চাইনিজ পোটলি হলো একটা ইন্দোচাইনিজ ফিউশন রেসিপি।
এটি একটা স্টার্টার ।

চাইনিজ পোটলি

#5স্টারকিচেন।
#ফিউশন
এই চাইনিজ পোটলি হলো একটা ইন্দোচাইনিজ ফিউশন রেসিপি।
এটি একটা স্টার্টার ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
3 সারভিংস
  1. 200 গ্রামময়দা
  2. 1 চা চামচনুন
  3. 50 মিলিসাদা তেল
  4. 2 কাপস্টাফিং এর জন্য - নুডলস সিদ্ধ
  5. 1/2 কাপপেঁয়াজ কুচি
  6. 1/4 কাপগাজর কুচি
  7. 1/4 কাপক্যপসিকাম কুচি
  8. 1/4 কাপহলুদ বেল পেপার কুচি
  9. 1/4 কাপলাল বেল পেপার কুচি
  10. 1/4 কাপফ্রেন্চ বিনস কুচি
  11. 1/4 কাপবাঁধাকপি কুচি
  12. 1/4 কাপটমেটো কেচপ
  13. 1 টেবিল চামচভিনিগার
  14. 1 টেবিল চামচরেড চিলি সস
  15. 1 টেবিল চামচসয়া সস
  16. 1 চা চামচগোল মরিচ গুঁড়ো
  17. 1 টেবিল চামচতেল
  18. 1 চা চামচনুন
  19. পরিমান মতসাদা তেল পোটলি ভাজার জন্য।
  20. 5-6 টাপেঁয়াজ পাতা

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে সব উপকরন গুলো একত্রিত করে
    নিলাম।

  2. 2

    এবার একটা মিক্সিং বোলে ময়দা, এক চা চামচ নুন আর 30 মিলি তেল নিয়ে ভালোকরে ময়ান দিয়ে নিলাম।

  3. 3

    এবার ওতে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা শক্ত ডো বানাতে হবে। আর 10 মিনিট ঢেকে রাখতে হবে।

  4. 4

    এবার একটা প্যনে 1 টেবিল চামচ তেল গরম করতে হবে।

  5. 5

    তেল গরম হলে ওতে একে একে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যপসিকাম কুচি, বিনস কুচি, বাঁধাকপি কুচি, লাল হলুদ বেল পেপার কূচি দিয়ে নাড়তে হবে।

  6. 6

    এবার ওতে সেদ্ধ করা নুডলস, নুন, টমেটো কেচপ, রেড চিলি সস, সয়া সস দিয়ে ভালো করে মেশাতে হবে। এই সময় গ্যস এর ফ্লেম হাই থাকবে। কারন চাইনিজ রান্না সব সময় হাই ফ্লেমে হয় সব্জির ক্রান্চিনেস বজায় রাখার জন্য।

  7. 7

    এব2র আর একটু নেড়ে চেড়ে ভিনিগার মিশিয়ে নামিয়ে নিলাম।

  8. 8

    নুডলস টা একদম ঠান্ডা করে নিলাম।

  9. 9

    এবার ঐ ময়দার ডো টা আর একবার একটু মেখে নিয়ে ওর থেকে লেবুর মত ছোটো ছোটো বল বানিয়ে নিতে হবে।

  10. 10

    এবার ঐ বল গুলো দিয়ে পাতলা পাতলা লুচি বেলে নিতে হবে।

  11. 11

    এবার ঐ লুচির মাঝখানে এক টেবিল চামচ নুডলস দিতে হবে।

  12. 12

    এবার ঐ লুচির চারদিক থেকে মুড়ে পোটলির শেপ দিতে হবে।

  13. 13

    এইভাবে সব গুলো বানিয়ে নিতে হবে।

  14. 14

    এবার একটা প্যনে পরিমান মত তেল দিয়ে জোর আঁচে গরম করে গ্যস একদম কম করে পোটলি গুলো হাল্কা ব্রাউন করে ভেজে পেপার টাওয়ালের ওপরে তুলে নিতে হবে।

  15. 15

    এবার পেঁয়াজ পাতা গুলো গরম তেলে একটু ডুবিয়ে তুলে নিলাম নরম করার জন্য।

  16. 16

    এবার পোটলি গুলোর গলায় ঐ পেঁয়াজ পাতা দিয়ে বেঁধে দিয়ে সার্ভিং প্লেটে দিয়ে সাজিয়ে টমেটো সস এর সাথে সার্ভ করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sampa Sardar
Sampa Sardar @cook_samoa1974

মন্তব্যগুলি

Similar Recipes