ভিয়েতনামি রাইস পেপার রোল উইথ ইন্ডিয়ান টুইস্ট।

Arpita Dey
Arpita Dey @cook_16944127
Bangalore

#দিকিচেনকুইনস
#ফিউশন' এটি ভিয়েতনামি রেসিপি, একটু ইন্ডিয়ান টাচ দেওয়ায় আরও সুস্বাদু হয়ে গেলে ।

ভিয়েতনামি রাইস পেপার রোল উইথ ইন্ডিয়ান টুইস্ট।

#দিকিচেনকুইনস
#ফিউশন' এটি ভিয়েতনামি রেসিপি, একটু ইন্ডিয়ান টাচ দেওয়ায় আরও সুস্বাদু হয়ে গেলে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপবাসমতী রাইস
  2. 3 কাপজল (পোলাও এর জন্য)
  3. 5টি রাইস পেপার
  4. 250 গ্রামচিংড়ি মাছ
  5. 3টি পেঁয়াজ
  6. প্রয়োজন অনুযায়ীধনেপাতা
  7. প্রয়োজন অনুযায়ীপুদিনা পাতা
  8. 1টি রসুন
  9. 10টিকাঁচা লংকা
  10. 1/4 লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম
  11. 2টি বাঁধাকপি পাতা
  12. 1/2শসা
  13. 1টি গাজর
  14. 1টি ডিম
  15. 1চা চামচ হলুদ গুঁড়ো
  16. পরিমাণমতোনুন
  17. 1টি পাতলা কিচেন টাওয়াল।

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল ধুয়ে আধা ঘণ্টা ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে, কড়াইতে অল্প তেল গরম করে চাল গুলো ভেজে নিয়ে',রাইস কুকারে আগে থেকে গরম করে রাখা জলে নুন ও অল্প সাদা তেল ঢেলে চাল গুলো দিয়ে ওপর থেকে গাজর কুচি ছরিয়ে রাইস কুকারের ঢাকনা বন্ধ করে রান্না হতে দেবো।

  2. 2

    ধনেপাতা,কাচা লংকা,ও রসুনের একসাথে বেটে নিলাম "গ্রেভি" তৈরির জন্য। অল্প ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লংকা ও রসুন একসাথে বেটে নিলাম একটি "চাটনি" বা "ডিপ" বানানোর জন্য ।

  3. 3

    চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম, ওই তেলে পেঁয়াজ কুচি ঢেলে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নিলাম ঠিক ছবির মত করে ।

  4. 4

    পেঁয়াজ ভাঁজার হবার পর বেটে নেওয়া ধনেপাতা রসুন ও কাঁচা লংকার মিশ্রন টা ঢেলে সব একসাথে মিশিয়ে নিলাম ' এবারে নুন দিলাম ও মিশ্রন টি ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে আসতে শুরু করলে 1 কাপ জল দিয়ে নাড়াচাড়া করে চিংড়ি মাছ গুলি দিয়ে দিলাম, আবার কিছু ক্ষণ নাড়াচাড়া করে গ্রেভি থেকে তেলে ছেড়ে আসলে আঁচ বন্ধ করে নামিয়ে নিলাম ।

  5. 5

    একটি ডিম ভেঙে নুন হলুদ মিশিয়ে ওমলেট বানিয়ে নিলাম, শুধু এক পাশ ভেজে । ক্যাপসিকামে অল্প নুন ছরিয়ে হালকা ভেজে নিলাম (যাতে কাঁচা গন্ধ চলে যায়)।

  6. 6

    রাইস পেপারগুলিকে 2সেকেন্ড করে জলে ভিজিয়ে পরিস্কার শুকনো কাপড়ের ওপর রাখলাম (যাতে অতিরিক্ত জল ঝরে যায়)।

  7. 7

    রোল বানানোর জন্য রাইস পেপারের ওপর একে একে হালকা গ্রেভি সহ চিংড়ি মাছ, পোলাও,ক্যাপসিকাম,কুচোন বাঁধাকপি ও ধনেপাতা ও পুদিনার চাটনি দিয়ে সাবধানে ও সুন্দর করে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে 1টি রোল।

  8. 8

    একইরকম ভাবে ডিমের ওমলেটকে সুন্দর করে কেটে নিয়ে সব উপকরণ দিয়ে ডিমে দিয়ে রোল তৈরি করলাম । বাঁধাকপির পাতা গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে নরম করে নিয়ে ওমলেট কুচি ও অন্য সব উপকরণ দিয়ে বাঁধাকপির রোল তৈরি করলাম । একই পদ্ধতিতে ক্যাপসিকাম কুচির রোলটিও তৈরই করা হল।

  9. 9

    পুদিনার চাটনির সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Arpita Dey
Arpita Dey @cook_16944127
Bangalore
I Am A Daughter, Sister, Wife And Mother Of ACute Little Baby Boy,But Deep Inside Still I Am A Small Girl .
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes