ব্রত উপবাসের সাবুদানা খিচড়ি

Madhusri Chowdhury
Madhusri Chowdhury @cook_18617598

ব্রত উপবাসের সাবুদানা খিচড়ি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপবড়ো দানা সাবু
  2. 1 কাপজল
  3. আন্দাজ মতোসাদা তেল
  4. 1 মুঠোভাজা চিনে বাদাম খোসা সমেত
  5. 1 কাপআলু,গাজর,বিনস্ ছোট ছোট টুকরো
  6. আন্দাজ মতোগোলমরিচ গুঁড়ো, নুন,চিনি
  7. 5-6 টাকারি পাতা
  8. 1চা চামচ আদা কুচি
  9. 1চা চামচগোটা জিরে
  10. 1 টাতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    এক কাপ সাবুদানা পাঁচ ছয় বার ধুয়ে নিয়ে এক কাপ জলে পাঁচ ছয় ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে

  2. 2

    সাবুদানা একদম ঝরঝরে হবে ফুলে গিয়ে।তখন কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা জিরে ফোঁড়ন দিয়ে আদা কুচি সামান্য ভেজে নিতে হবে।

  3. 3

    এরমধ্যে আগে থেকে সিদ্ধ করা আলু,গাজর, বিনস্ কুচি দিয়ে নাড়াচাড়া করতে হবে ।

  4. 4

    বেশ একটু ভাজা ভাজা হোলে তাতে সাবুদানা দিয়ে আন্দাজ মতো নুন চিনি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে

  5. 5

    এবার খোলায় ভাজা কারিপাতা ও ভাজা বাদাম দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।জল একেবারেই এই রান্নাটিতে দেবার প্রয়োজন নেই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Madhusri Chowdhury
Madhusri Chowdhury @cook_18617598

মন্তব্যগুলি

Similar Recipes