চিকেন মোমো (chicken momo recipe in Bengali)

Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

চিকেন মোমো (chicken momo recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জনের মতো
  1. 2 কাপময়দা
  2. 200 গ্রামচিকেন কিমা
  3. 1/2 কাপমিহি করে কাটা পেঁয়াজ কুচি
  4. 2চা চামচ রসুন বাটা
  5. 1চা চামচ আদা বাটা
  6. 1চা চামচ ভিনেগার
  7. 4চা চামচ পেঁয়াজ পাতা কুচি
  8. 1চা চামচ সয়া সস
  9. 2চা চামচ গোলমরিচ গুঁড়ো
  10. স্বাদমতো নুন
  11. পরিমাণ মতো উষ্ণ গরম জল
  12. আন্দাজ মতন সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি বড় পাত্রে ময়দা নিয়ে নুন ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প গরম জল দিয়ে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিতে এবং 30 মিনিট মত ঢেকে রেখে দিতে হবে। অন্য একটি পাত্রে চিকেন কিমা নিয়ে তাতে পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট ভিনিগার সয়া সস গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ পাতা কুচি ও অল্প নুন দিয়ে একটি পুর তৈরি করে নিতে হবে।

  2. 2

    এবার মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে লুচির আকারে বেলে নিতে হবে এবং হাতের তালুতে রেখে মাঝখানে অল্প চিকেনের পুর রেখে সুন্দর করে ইচ্ছে মতন আকারে ভাজ করে নিতে হবে।

  3. 3

    স্টিমারে জল গরম করে উপরের পাত্রে তেল ব্রাশ করে নিয়ে একে একে মোমো গুলো সাজিয়ে 10 থেকে 15 মিনিট স্টিম করে নিতে হবে এরপর টমেটো সস বা মোমো সসের সাথে গরম গরম পরিবেশন করতে হবে চিকেন মোমো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Falguni Dey
Falguni Dey @Foodiyanifalguni

Similar Recipes