চিকেন স্মটীমড মোমো(Chicken steamed momo recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#streetology
স্টীমড মোমো খেতে ভাল ও লাইট।

চিকেন স্মটীমড মোমো(Chicken steamed momo recipe in Bengali)

#streetology
স্টীমড মোমো খেতে ভাল ও লাইট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ কাপ চিকেন কিমা
  2. ১কাপ ময়দা
  3. ১/২পেঁয়াজ
  4. ১/২ছোট ক্যপ্সিকাম
  5. ১ চা চামচ আদা কুচি
  6. ১ চা চামচ সয়া সস
  7. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. ২টেবিল চামচ গাজর কুচি
  9. স্বাদ মতনুন
  10. ২চা চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন কিমায় গাজর,পেঁয়াজ,ক্যপসিকাম,আদা কুচি,নুন,গোলমরিচ গুঁড়ো, সয়া সস ও ১ চা চামচ তেল মিশিয়ে আধ ঘন্টা রেখে দিতে হবে।

  2. 2

    ময়দায় নুন ও জল দিয়ে সফ্ট ডো করে ২০মিনিট ঢেকে রাখতে হবে।ঢাকার আগে অল তেল মাখিয়ে নিতে হবে।

  3. 3

    এবার ছোট,ছোট পাতলা লুচির মত বেলে ৩/৪ চা চামচ কিমার মিশ্রণ দিয়ে পছন্দমত আকারে মোমো গড়ে নিতে হবে।

  4. 4

    স্টিমারে ৬-৭মিনিট স্টিম করে নিতে হবে।আমি ঘরে তৈরী মোমো সসের সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes