বাটার গার্লিক সোয়া ফ্রায়েড রাইস

Swagata Banerjee
Swagata Banerjee @cook_16336554

বাটার গার্লিক সোয়া ফ্রায়েড রাইস

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
২ জনের জন্য
  1. ৩/৪ কাপ বাসমতি চাল
  2. ১/৩ কাপ সোয়া চাঙ্ক / দানা
  3. ২ টেবিল চামচ কুচোনো গাজর
  4. ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি
  5. ১.৫ চা চামচ থেঁতো করা আদা
  6. ৩ চা চামচ থেঁতো করা রসুন
  7. ১.৫ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  8. ১.৫ চা চামচ ভিনিগার
  9. ১.৫ চা চামচ সোয়াসস
  10. ১/৪ চা চামচ নুন - (সয়াবিনের সাথে মাখার জন্য) + স্বাদমতো (ফ্রায়েড রাইস বানানোর সময় দেওয়ার জন্য)
  11. ১ টেবিল চামচসাদাতেল - (ফ্রায়েড রাইস বানানোর জন্য) + পর্যাপ্ত পরিমাণ (সয়া চাঙ্ক ভাজার জন্য)
  12. ১/২ চা চামচ মধু
  13. ১/৪ চা চামচ আজিনমটো
  14. ১/২ টেবিল চামচ গার্লিক বাটার
  15. ১ টাডিম
  16. ২ চা চামচ কর্ণফ্লাওয়ার
  17. ২ চা চামচ ময়দা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    সোয়া চাঙ্কগুলো জল দিয়ে মাইক্রোওয়েভে হাই পাওয়ারে ২ মিনিট সেদ্ধ করে নিয়ে জলটা ছেঁকে নিয়েছি ও হাত দিয়ে চেপে চেপে সয়া চাঙ্কগুলো থেকে সবটুকু জল ঝরিয়ে নিয়েছি

  2. 2

    এবার সোয়া চাঙ্কের সাথে একে একে ১/২ চা চামচ থেঁতো করা আদা, ১ চা চামচ থেঁতো করা রসুন, ১/২ চা চামচ সয়াসস, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১/২ চা চামচ ভিনিগার, ১/৪ চা চামচ নুন, ডিম, কর্ণফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে ভালোভাবে মেখে নিলাম

  3. 3

    এবার সোয়া চাঙ্কগুলো পর্যাপ্ত পরিমাণ সাদাতেলে ভেজে নিলাম এবং বাদামী রঙের হয়ে গেলে তুলে নিলাম

  4. 4

    বাসমতী চালটা ১৫ মিনিট জলে ভিজিয়ে রাখার পরে চালটা থেকে জলটা ঝরিয়ে নিলাম

  5. 5

    একটা ডেকচিতে ১.৫ কাপ জল গরম করে চালটা দিয়ে দিলাম এবং ঢাকা বন্ধ করে মাঝারী আঁচে ৮ মিনিট রেখে দিলাম

  6. 6

    ৮ মিনিট পরে চাল সেদ্ধ হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে ভাতটা ঝরঝরে করে নিলাম

  7. 7

    এবার প‍্যানে ১ টেবিল চামচ সাদাতেল গরম করে ১ চা চামচ থেঁতো করা আদা ও ১.৫ চা চামচ থেঁতো করা রসুন দিয়ে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম

  8. 8

    কুচোনো গাজর দিয়ে দিলাম

  9. 9

    ২ মিনিট নেড়েচেড়ে ১ চা চামচ সয়াসস ও ১ চা চামচ ভিনিগার একসাথে মিশিয়ে প‍্যানে ঢেলে দিলাম

  10. 10

    স্বাদমতো নুন, ১/২ চা চামচ মধু ও ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম

  11. 11

    সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে ভাজা সয়া চাঙ্কগুলো দিয়ে টস করে নিলাম

  12. 12

    এবার ভাতটা দিয়ে মিশিয়ে নিলাম

  13. 13

    সবশেষে আজিনামটো ও গার্লিক বাটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আর ১ মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিলাম

  14. 14

    গরম গরম বাটার গার্লিক সোয়া ফ্রায়েড রাইস পরিবেশনের জন্য একদম তৈরী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swagata Banerjee
Swagata Banerjee @cook_16336554

মন্তব্যগুলি

Similar Recipes