চিকেন ভুনা (chicken bhuna recipe in Bengali)

Sumita
Sumita @cook_20236010

চিকেন ভুনা (chicken bhuna recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ১/২ কাপ টকদই
  3. ২ টো পেঁয়াজ কুচি
  4. 1টেবিল চামচ আদা বাটা
  5. 1টেবিল চামচ রসুন বাটা
  6. 1চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  7. 1চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. 1চা চামচ গরম মসলার গুঁড়ো
  10. প্রয়োজনমতো ধনেপাতা কুচি
  11. স্বাদ অনুযায়ী নুন এবং চিনি
  12. প্রয়োজন অনুযায়ী তেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন টা ভালো করে ধুয়ে নিয়ে আদা বাটা টক দই লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং নুন মাখিয়ে তিন-চার ঘণ্টা রেখে দিতে হবে

  2. 2

    এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে নুন এবং হলুদ দিয়ে

  3. 3

    পেঁয়াজের রং লালচে হলে আদা বাটা দিয়ে নেড়েচেড়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিতে হবে

  4. 4

    চিকেন টা কম আছে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সাপ্লাই নিতে হবে

  5. 5

    যখন বেশ মজা আসবে তখন টমেটো কেচাপ দিয়ে আবারো ভালো করে নেড়েচেড়ে ধাক্কা দিয়ে দিয়ে রাখতে হবে

  6. 6

    মাংস ভালো করে সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি গরম মসলার গুঁড়া ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিতে হবে

  7. 7

    সবশেষে ঘি এবং গরম মসলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumita
Sumita @cook_20236010

মন্তব্যগুলি

Similar Recipes