পালক চিকেন (palak chicken recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

পালক চিকেন (palak chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
2 জনের
  1. 9টা মাঝারি টুকরো (300 গ্রাম) চিকেনের থাই বোনলেস পিস
  2. 200 গ্রামপালং শাকের পাতা
  3. 2টেবল চামচ সাদা তেল
  4. 1টা তেজপাতা
  5. 1 টুকরোদারচিনি
  6. 3টে লবঙ্গ
  7. 1 চামচআদা বাটা
  8. 3টে কাঁচা লংকা
  9. 1/2 চা cমচলংকা গুঁড়ো
  10. 1/2 চা চামচধনে গুঁড়ো
  11. 1 চা চামচরসুন বাটা
  12. 1/4 চা চামচজিরে গুঁড়ো
  13. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  14. 1টা পেঁয়াজ কুচি
  15. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  16. 1টেবিল চামচ জল ঝরানো টক দ‌ই
  17. 1 চামচকসুরি মেথি গুঁড়ো
  18. 2টেবিল চামচ ক্রিম
  19. স্বাদমতনুন

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    প্রথমে সব উপকরন এক জায়গায় নিতে হবে ।

  2. 2

    পালং শাক কুচিয়ে সামান্য নুন দিয়ে ভাপিয়ে জল ঝড়িয়ে মিক্সিতে সামান্য জল দিয়ে একটা স্মুদ পেস্ট করে রাখতে হবে ।

  3. 3

    এবার কড়ায় তেল গরম করে তেজপাতা, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিতে হবে । ফোড়ন ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে ।

  4. 4

    পেঁয়াজ বাদামী হয়ে এলে একটা পাত্রে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লংকা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন সামান্য জল দিয়ে পেস্ট করে কড়ায় দিয়ে দিতে হবে । এই সময় কাঁচা লংকা গুলোও দিতে হবে ।

  5. 5

    মশলা কসতে হবে । মশলার কাঁচা গন্ধটা চলে গেলে চিকেনের টুকরো গুলো দিয়ে একটা ঢাকা লাগিয়ে কসতে হবে ।

  6. 6

    কিছুক্ষন পর টক দ‌ইটা দিয়ে খুন্তি দিয়ে ভাল করে মিশিয়ে আবার ঢাকা লাগিয়ে কসতে হবে ।

  7. 7

    মাংস 80% কুক হয়ে তেল ছেড়ে এলে পালং শাকের পেস্টটা দিয়ে আর‌ও 5/6 মিনিট ঢাকা দিয়ে কসতে হবে ।

  8. 8

    এবার ঢাকা খুলে কাসুরি মেথি দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে ।

  9. 9

    কাসুরি মেথি মিশে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে ।

  10. 10

    গ্যাস বন্ধ করে ক্রিম ছড়িয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে ।

  11. 11

    10 মিনিট পর ক্রিমটা খুন্তি দিয়ে মিশিয়ে সার্ভ করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes