চিকেন তন্দুরি(chicken tandoori recipe in Bengali)

Mahua Sadhukhan
Mahua Sadhukhan @cook_15440565

#goldenapron3
week 3
chicken recipe

চিকেন তন্দুরি(chicken tandoori recipe in Bengali)

#goldenapron3
week 3
chicken recipe

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪০০ গ্রাম চিকেন লেগ পিস
  2. ১০০ গ্ৰামটক দই
  3. ১টেবিল চামচআদা বাটা
  4. ১ টেবিল চামচরসুন বাটা
  5. ১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচলঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ ধনে গুঁড়া
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়া
  10. ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  11. ১ চা চামচতন্দুরি মশলা গুঁড়া
  12. ৪ টেবিল চামচলেবুর রস
  13. ১চিমটিরেড ফুড কালার
  14. ৪ টেবিল চামচসরষের তেল
  15. ১/২ চা চামচগরম মশলা গুঁড়া
  16. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন লেগ পিস গুলো তে নুন,লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ১৫ মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    তারপর একটা বড়ো পাত্রে বাকি সব উপকরণ গুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর ম্যারিনেট করে রাখা চিকেন লেগ পিস গুলো ওই মশলার মিশ্রণ এ নিয়ে ভালো করে মাখিয়ে আরও ২ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে।

  4. 4

    এবার একটা ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন মশলা সমেত ঢেলে কিছুক্ষন মিডিয়াম গ্যাস এ রান্না করে নিতে হবে।

  5. 5

    তারপর মশলার গ্রেভি যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে গ্যাস এ একটা স্টিল স্ট্যান্ড বসিয়ে ওর ওপর লেগ পিস গুলো সাজিয়ে লো টু মিডিয়াম গ্যাসে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটু পোড়া পোড়া ভাব করে নিলে তৈরি হয় এ যাবে চিকেন তন্দুরি।

  6. 6

    গ্রীন চাটনি আর স্যালাড সহযোগে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahua Sadhukhan
Mahua Sadhukhan @cook_15440565

Similar Recipes