ছানার মোজাফ্ফর (chanar mojapphor recipe in Bengali)

Sabrina Yasmin
Sabrina Yasmin @barak_kitchen
Riyadh

#Suswad
মোজাফ্ফর হল একটি সামুই দিয়ে বানানো নবাবী মিষ্টি।
এই সুস্বাদু মিস্টিটি সাধারণত সামুই/ শেওয়াই / ভার্মিসেলি, ঘী, চিনির সিরাপ এবং ক্রিম দিয়ে তৈরি করা হয়। আমি এই মিস্টিটি তৈরি করেছি একটু অন্য রকম ভাবে। আমি বানিয়েছি ছানার মোজাফ্ফর, ক্যারামেল ফ্লেভার এর সাথে। আমার পরিবারের সবাই এটি ভীষণ পছন্দ করেছিল। এবং আমি নিশ্চিত যে আপনারো এই স্পেশাল মিষ্টির স্বাদ পছন্দ হবে। একবার বানিয়েই দেখে নিন না।

ছানার মোজাফ্ফর (chanar mojapphor recipe in Bengali)

#Suswad
মোজাফ্ফর হল একটি সামুই দিয়ে বানানো নবাবী মিষ্টি।
এই সুস্বাদু মিস্টিটি সাধারণত সামুই/ শেওয়াই / ভার্মিসেলি, ঘী, চিনির সিরাপ এবং ক্রিম দিয়ে তৈরি করা হয়। আমি এই মিস্টিটি তৈরি করেছি একটু অন্য রকম ভাবে। আমি বানিয়েছি ছানার মোজাফ্ফর, ক্যারামেল ফ্লেভার এর সাথে। আমার পরিবারের সবাই এটি ভীষণ পছন্দ করেছিল। এবং আমি নিশ্চিত যে আপনারো এই স্পেশাল মিষ্টির স্বাদ পছন্দ হবে। একবার বানিয়েই দেখে নিন না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
6 servings
  1. 200গ্রাম সামুই/ভার্মিসিলি/শেওয়াই
  2. 250গ্রাম ছানা(ফ্রেশ বানানো ছানা দিয়ে বেশি ভালো হয়)
  3. 1কাপ গরম দুধ
  4. 1/4কাপ ঘি(ক্যারামেল সস এ ব্যবহার করা মাপ সহ)
  5. 1/4কাপ মিক্স ড্রাই ফ্রুট
  6. 3টেবিল চামচ টক ক্রিম(sour cream)
  7. 2টেবিল চামচ গুঁড়ো চিনি
  8. 2টেবিল চামচ গুঁড়ো দুধ
  9. ক্যারামেল সসের উপকরণ
  10. 1কাপ চিনি
  11. 1কাপ দুধ অথবা ক্রিম

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    একটি নন স্টিক প্যান এ 1 টেবিল চামচ ঘি গরম করে ড্রাই ফ্রুটস গুলো একটু লাল করে ভেজে তুলে রাখুন। আমি কিসমিস, সুলতানা, আখরোট ও ফিগ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন।

  2. 2

    ওই একই প্যান এ আরও 2 টেবিল চামচ ঘি দিয়ে, সামুই গুলো বেশ সোনালী করে ভেজে নামিয়ে নিন।

  3. 3

    ভেজে রাখা ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিন। কিছু ড্রাই ফ্রুটস তুলে রাখুন পরে ব্যবহার করার জন্য।

  4. 4

    এক কাপ দুধ গরম করে ভেজে রাখা সামুই তে ঢেলে ঢেকে রেখে দিন। রান্না করার প্রয়োজন নেই। গরম দুধ নিজে থেকেই সামুই গুলো শুষে নেবে।

  5. 5

    এবার ক্যারামেল সস এর জন্য একটি প্যান এ 1 কাপ চিনি ও 2-3 টেবিল চামচ জল মধ্যম আঁচে রান্না করুন। চামচ অথবা কিছু দিয়ে স্টির করবেন না, ততক্ষন রান্না করুন যতক্ষন পর্যন্ত্য চিনির রং ক্যারামেল কালারের হয়ে যাবে।

  6. 6

    যখন চিনি ক্যারামেল রঙের হয়ে যাবে তখন 1 কাপ গরম দুধ অথবা ক্রিম সাবধানে ঢেলে নাড়তে থাকুন। আঁচ বন্ধ করে দিন। 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে দিন। ক্যারামেল সস রেডি হয়ে গেল।

  7. 7

    1/2 কাপ এর মত ক্যারামেল সস দুধে ভিজিয়ে রাখা সেমাই তে দিয়ে মিক্স করে নিন।

  8. 8

    এবারে একটি মিক্সিতে 250 গ্রাম ঘরে বানানো ছানা নিন।

  9. 9

    2 টেবিল চামচ গুঁড়ো চিনি ও 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিন।

  10. 10

    মিক্সিতে ভালো করে মিশিয়ে নিয়ে 3 টেবিল চামচ টক ক্রিম(sour cream) দিয়ে আবারো মিশিয়ে নিন।

  11. 11

    একটি গোল টিফিন বক্স নিয়ে ক্লিং রাপ দিয়ে ভালো করে একটা লেয়ার বানিয়ে নিন যাতে করে মোজাফ্ফর ডি মোল্ড করতে সুবিধা হয়।

  12. 12

    টিফিন বক্স এর নিচে একটু ঘি ভাজা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন।

  13. 13

    ড্রাই ফ্রুটস এর উপরে তৈরি করে রাখা সামুই এর একটি লেয়ার দিয়ে দিন। চামচ দিয়ে একটু চেপে চেপে বসাবেন।

  14. 14

    এর ওপর ছানার একটি লেয়ার দিয়ে দিন, একটু মোটা লেয়ার দিবেন।

  15. 15

    নেক্সট একটু ড্রাই ফ্রুটস ও 2-3 চামচ ক্যারামেল সস ছড়িয়ে দিন।

  16. 16

    ঠিক এই ভাবে আবারো পরপর সামুই ও ছানার লেয়ার দিন। সবার উপরের লেয়ারটি হবে সামুই এর।

  17. 17

    ঢাকনা দিয়ে বক্স টি ফ্রিজে 1 ঘন্টার মতো সেট হতে রেখে দিন।

  18. 18

    1 ঘন্টার পর বক্স টি ফ্রিজ থেকে বের করে নিয়ে সাবধানে ডি মোল্ড করে নিন। সবথেকে নিচের লেয়ারটি সবথেকে উপরে আসবে।

  19. 19

    একটু ছানা ও পুদিনা পাতা দিয়ে গারনিশ করে পরিবেশন করুন।

  20. 20

    খেতে সত্যিই অপূর্ব হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন।

  21. 21
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sabrina Yasmin
Sabrina Yasmin @barak_kitchen
Riyadh
I am an Indian home maker living in Saudi Arabia with my husband and two kids.Cooking is my passion and I am super foodie in nature.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes