মেথি আলুর দম (methi aloor dum recipe in Bengali)

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal

#goldenapron3
এটি খুব সুস্বাদু একটি রেসিপি রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে অনবদ্য। নিচের রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে নিন মেথি আলুর দম।

মেথি আলুর দম (methi aloor dum recipe in Bengali)

#goldenapron3
এটি খুব সুস্বাদু একটি রেসিপি রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে অনবদ্য। নিচের রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে নিন মেথি আলুর দম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25 মিনিট
4 যোনির জন্য
  1. 300 গ্রামছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়ানো
  2. 2টেবিল চামচ সাদা তেল
  3. 4টে ছোট এলাচ
  4. 1 ইঞ্চিদারচিনি
  5. 2টেবিল চামচ টকদই
  6. 3টেবিল চামচ কাজুবাদাম বাটা
  7. 2টেবিল চামচ মগজ বাটা
  8. 3চা চামচ কাঁচা লঙ্কা বাটা
  9. 1চা চামচ আদা বাটা
  10. 2চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. 1টেবিল চামচ কসুরি মেথি পাতা
  12. 2টেবিল চামচ ক্রিম
  13. 2টেবিল চামচ মাখন

রান্নার নির্দেশ সমূহ

25 মিনিট
  1. 1

    কড়াইতে তেল গরম করে আলু গুলো হালকা করে ভেজে নিন।

  2. 2

    আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলো তুলে অন্য জায়গায় সরিয়ে রাখুন।

  3. 3

    ওই তেলেই গোটা গরম মসলা ফোড়ন দিন এবং একটু নাড়াচাড়া করে নিন।

  4. 4

    ফোড়নের সুগন্ধ বের হলে ওর মধ্যে আদাবাটা যোগ করুন ও একটু নেড়ে নিন।

  5. 5

    এবার এর মধ্যে টক দই ও কাঁচা লঙ্কা বাটা যোগ করুন ভালো করে নেড়ে নিন।

  6. 6

    এখন এরমধ্যে কাজুবাদাম বাটা ও চার মগজ বাটা যোগ করুন ও কষিয়ে নিন।

  7. 7

    মসলা থেকে তেল বের হলে ওর মধ্যে আলুগুলো যোগ করুন ও 1/2 কাপ জল যোগ করে ফুটতে দিন।

  8. 8

    গ্রেভি ঘন হয়ে এলে ওর মধ্যে গরম মসলা গুঁড়ো ও কসুরি মেথি পাতা যোগ করে ভালো করে মিশিয়ে নিন।

  9. 9

    আঁচ আসতে করে ক্রিমটা যোগ করুন এবং ভাল করে মিশিয়ে নিন।

  10. 10

    উপর থেকে মাখন টা ছড়িয়ে লুচি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন মেথি আলুর দম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

মন্তব্যগুলি

Similar Recipes