চিকেন তাওয়া পাসান্দা বিরিয়ানি(chicken tawa pasanda biryani recipe in Bengali)

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal

চিকেন তাওয়া পাসান্দা বিরিয়ানি(chicken tawa pasanda biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬০ মিনিট
3 জনের জন্য
  1. 500 গ্রামচিকেন ব্রেস্ট
  2. 2-3টেবিল চামচসর্ষের তেল
  3. 3টেবিল চামচ টক দই
  4. 2টো মাঝারি মাপের পেঁয়াজ স্লাইস করেে কাটা
  5. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  6. 1/2টেবিল চামচ ধনে গুঁড়ো
  7. 1/2টেবিল চামচ জিরা গুঁড়ো
  8. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. 2চা চামচ নুন
  11. 2টেবিল চামচ রোস্টেড ছোলার ছাতু
  12. 1/4 কাপ সর্ষের তেল (রান্নার জন্য)
  13. 600 গ্রাম80% সেদ্ধ বাসমতি চাল
  14. 2টো বড় এলাচ
  15. 2 টেবিল চামচ ঘি
  16. 1টেবিল চামচ বিরিয়ানি মসলা
  17. 1-2টো স্টার অ্যানিস
  18. 1-2তেজপাতা
  19. 1চা চামচ গোলাপজল
  20. 1চা চামচ কেওড়া জল
  21. 1-4 কাপবেরেস্তা
  22. প্রয়োজন অনুযায়ীসাজানোর জন্য পুদিনা পাতা

রান্নার নির্দেশ সমূহ

৬০ মিনিট
  1. 1

    একটা প্যানে সরষের তেল গরম করে তাতে পেঁয়াজ টা সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।

  2. 2

    পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিতে হবে তারপর এই ভাজা পেঁয়াজ ও টকদই একসঙ্গে করে মিক্সিতে বেটে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ও সরিয়া রাখতে হবে।

  3. 3

    এবার চিকেন ব্রেস্ট থেকে পাতলা পাতলা করে অংশ কেটে একটু ফ্ল্যাট করে নিতে হবে।

  4. 4

    এখন একটা পাত্রে এই চিকেনের এই টুকরোগুলো নিয়ে ওর সাথে আদা রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, পোস্ত,ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদমতো নুন ও রোস্টেড ছোলার ছাতু ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নিতে হবে।

  5. 5

    এবারে এর মধ্যে সরিয়ে রাখা পেঁয়াজ ভাজা ও দইয়ের পেস্টটা যোগ করে 5-6 ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে।

  6. 6

    এবার একটা তাওয়াতে সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে ম্যারিনেটেড পাসান্দাগুলো দিয়ে ঢিমে আঁচে রান্না করতে হবে।

  7. 7

    হয়ে গেলে গ্যাস বন্ধ করে নিন এবং পাসান্দা গুলো সরিয়ে রাখুন।

  8. 8

    এবার একটা পাত্রে ভালো করে ঘি মাখিয়ে নিন। এবার সেদ্ধ ভাতের অর্ধেকটা ছড়িয়ে একটা লেয়ার করে নিন।

  9. 9

    এবার এর ওপর চিকেন পাসান্দা গুলো এক এক করে যোগ করুন। অর্ধেক বিরিয়ানি মসলা ছড়িয়ে দিন এবং অল্প ঘি ছড়িয়ে দিন।

  10. 10

    এর ওপরে বাকি ভাতটা ছড়িয়ে দিন এবং ভাতের ওপরে অবশিষ্ট বিরিয়ানি মসলা,বেরেস্তা, স্টার এনিস,বড় এলাচ ও তেজপাতা যোগ করুন।

  11. 11

    উপর থেকে গোলাপ জল ও কেওড়া জল ছড়িয়ে দিন। এবার ঢাকনা দিয়ে ঢেকে অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে ঢিমে আঁচে 15 মিনিট রাধুন।

  12. 12

    পরিবেশন করার আগে ঢাকা খুলুন। ব্যাস তাহলেই তৈরি চিকেন তাওয়া পাসান্দা বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

মন্তব্যগুলি

Similar Recipes