হায়দরাবাদি প্রণ বিরিয়ানি (Hyderabadi Prawns Biryani recipe)

Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

#প্রণ
এই বিরিয়ানি টা আমি প্রথম বার বানালাম খেতে বেশ ভালই হয়েছে। আপনারাও বানিয়ে দেখতে পারেন।

হায়দরাবাদি প্রণ বিরিয়ানি (Hyderabadi Prawns Biryani recipe)

#প্রণ
এই বিরিয়ানি টা আমি প্রথম বার বানালাম খেতে বেশ ভালই হয়েছে। আপনারাও বানিয়ে দেখতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘণ্টা
  1. বিরিয়ানি মসলা -
  2. ২ টো তেজপাতা
  3. ৪টে লবঙ্গ
  4. ২ টো বড় এলাচ
  5. ৪ টে ছোট এলাচ
  6. ১ চা চামচ শাহী জিরা
  7. ১" দারচিনি
  8. ১ টা স্টার অ্যানিস
  9. বেরেস্তা র জন্য -
  10. ২ টো বড় পেঁয়াজ স্লাইস করে কাটা
  11. ২ টেবিল চামচ কর্ন স্টার্চ
  12. পরিমাণ মতোডিপ ফ্রাই করার জন্য তেল
  13. রাইস বানানোর জন্য -
  14. ২০০ গ্রাম বাসমতী রাইস
  15. ২ টো তেজপাতা
  16. ১ চা চামচ শাহী জিরা
  17. ২ টেবিল চামচ পুদিনা পাতা
  18. ২ টেবিল চামচ ধনে পাতা কুচি
  19. ১" দারচিনি
  20. ১ টা বড় এলাচ
  21. ৪টে ছোট এলাচ
  22. ১ টেবিল চামচ তেল
  23. ১ চা চামচ নুন
  24. মারিনেশন এর জন্য -
  25. ১০০ গ্রাম দই
  26. ২ চা চামচ পুদিনা পাতা
  27. ২ চা চামচ ধনেপাতা কুচি
  28. ২ টেবিল চামচ বিরিয়ানি মসলা
  29. ১ টেবিল চামচ তেল
  30. ১/২ লেবুর রস
  31. ১ টা কাঁচা লঙ্কা কুচি
  32. ২ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুরো
  33. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  34. ২ টেবিল চামচ শুকনো গোলাপের পাপড়ি
  35. ২ টেবিল চামচ বেরেস্তা ( পেঁয়াজ ভাজা)
  36. ২৫০ গ্রাম প্রণ (চিংড়ি মাছ)
  37. বিরিয়ানির জন্য -
  38. ২ টেবিল চামচ ঘি
  39. ২ টেবিল চামচ তেল
  40. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  41. লেয়ারের জন্য
  42. ২ টেবিল চামচ ধনে পাতা কুচি
  43. ২ টেবিল চামচ পুদিনা পাতা
  44. ৩ টেবিল চামচ বেরেস্তা
  45. ২ টেবিল চামচ ঘি
  46. ২ টেবিল চামচ দুধে ভেজানো জাফরান
  47. ২ টো চেরা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

১ ঘণ্টা
  1. 1

    প্রথমে গোটা গরম মসলা কে হালকা করে শুকনো খোলায়ে ভেজে মিক্সিতে তে গুরো করে নিতে হবে। তৈরি হবে গেলো বিরানি মসলা।

  2. 2

    এবার স্লাইস পিয়াজ তে কর্ন স্টার্চ মাখিয়ে ছাঁকা তেলে ভেজে টিসু পেপার এ তুলে রাখতে হবে । বেরেস্তা তয়েরী হয় গেল।

  3. 3

    এবার একটা বাটি তে দই নিয়ে তাতে পুদিনা পাতা, ধনেপাতা, লঙ্কা গুরো হলুদ গুরো, বিরানি মসলা সব ভালো করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    তার পর তাতে প্রণ গুলো দিয়ে ভালো করে মাখতে হবে, এবার বেরেস্তা, গোলাপের পাপ্রী আর তেল দিয়ে মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।

  5. 5

    এবার একটা পাত্রে ৫-৬ কাপ জল দিয়ে তাতে গোটা গরম মসলা, সাহজীরে, পুদিনাপাতা, তেল আর নুন দিয়ে ফুটতে দিতে হবে

  6. 6

    যেই জলটা ফুটবে তাতে ভেজানো বাসমতি রাইস টা দিয়ে ৭০% রান্না করতে হবে।

  7. 7

    এবার একটা কড়াইতে তেল আর ঘি দিয়ে তাতে আদা,রসুন বাটা টা দিয়ে ভালো করে ভাজতে হবে। তার পর তাতে নুন, ম্যারিনেট করা মাছটা দিয়ে ভাজতে হবে খুব ধিমি আঁচে।

  8. 8

    চিংড়ি মাছ টা যখন ভালো করে ভাজাহয়ে যাবে, তেল ছেড়ে আসবে করাইতে, তখন গ্যাস বন্ধ করে দিতে হবে।

  9. 9

    এবার বিরিয়ানির লেয়্যার বানাতে হবে - একটা অন্য করাই নিয়ে ঘি ব্রাশ করে তাতে প্রথমে রাইস এর লেয়র দিতে হবে তার পর প্রণ গ্রেভি টা ভালো করে ছড়িয়ে দিতে হবে।

  10. 10

    তার ওপর আবার রাইস দিয়ে তাতে পুদিনাপাতা,বেরেস্তা, কেশর ভেজানো দুদ দিতে হবে।

  11. 11

    এবার বাকি প্রণ গ্রেভি টা দিয়ে দিতে হবে, তার ওপর লাস্ট পুরো রাইস টা দিয়ে ঢেকে দিতে হবে। তার পর আবার পুদিনাপাতা, ঘি, কেশর দুদ,বেরেস্তা আর চেরা কাচা লঙ্কা দিয়ে একটা অ্যালুমিনিয়াম ফোয়েল দিয়ে কাভার করতে হবে।

  12. 12

    এবার গ্যাস জালিয়ে একটা মোটা তাভা বসিয়ে তার ওপর রাইস এর কড়াই টা বসিয়ে একদম স্লো আঁচে বসিয়ে ১০ মিনিট দমে রান্না করতে হবে।

  13. 13

    তাহলেই রান্না হয় গেলো হায়দরাবাদী প্রণ বিরিয়ানি।

  14. 14

    এবার বিরিয়ানি টা দই, সালাদ এর সঙ্গে পরিবেশন করার জন্য রেডী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rita Talukdar Adak
Rita Talukdar Adak @ritaadak17

Similar Recipes