রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
5 জন
  1. 100 গ্রামবিউলির ডাল
  2. 250 গ্রামটক দই
  3. 1 চা চামচআদা কুচি
  4. 1কাঁচা লঙ্কা কুচি
  5. 1/4চা চামচখাবার সোডা
  6. প্রয়োজন অনুযায়ীকারি পাতা
  7. 3 টেশুকনো লঙ্কা
  8. 1 চা চামচগোটা সর্ষে
  9. স্বাদ মতোনুন
  10. পরিমাণ মতোভাজার জন্যে সাদা তেল ,
  11. 5 টেবিল চামচফোঁড়নের জন্যে সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখে বেটে নিতে হবে। জল না দিয়ে বাটলেই ভালো হয় কিন্তু প্রয়োজনে একদম সামান্য 1 চামচ বা 2 চামচ মতো জল ব্যবহার করা যেতে পারে। একদম মিহি আর টাইট করে বেটে নিতে হবে।

  2. 2

    এবার ওই বাটা ডালের মধ্যে লঙ্কা কুচি, আদা কুচি, একটু সামান্য নুন আর খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    একটা কড়াইতে সাদা তেল গরম করে বড়া গুলো ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজা যাবে না।

  4. 4

    এবারে একটা বড়ো জায়গায় জল গরম করতে দিতে হবে। ওর মধ্যে বেশ খানিকটা নুন দিতে হবে। এবার জল গরম হলে ওর মধ্যে বড়া গুলো দিয়ে ভিজে গেল আলতো করে দু হাতের মাখখানে জল চেপে চেপে রাখতে হবে।।।সাবধানে যাতে ভেঙে না যায়।

  5. 5

    এবার দই আর কিছুটা জল দিয়ে ভালো করে ফেটিয়ে বড়া গুলোর উপর দিয়ে দিতে হবে।

  6. 6

    এবার একটা প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কারী পাতা, শুকনো লঙ্কা আর গোটা সরষে ভেজে ওই দই এর উপর ফোরণ দিয়ে দিয়ে হবে।

  7. 7

    ব্যাস এবার ইচ্ছে মতো তেঁতুলের মিষ্টি চাটনি, সেউভাজা, ভাজা জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো,বিট নুন দিয়ে নিজেদের ইচ্ছে মতো সাজিয়ে গুছিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দই বড়া।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

মন্তব্যগুলি

Similar Recipes