দই বড়া(Doi Bora recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#GA4
#week25
এর ক্লু থেকে দই বড়া বানালাম। বিউলির ডাল হল প্রোটিন সমৃদ্ধ ও কাব্রোহাইড্রেট এ ভরা,
আর দই এর মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড ও ভিটামিন বি 12 ,যা আমাদের হজমে সাহায্য করে।
বসন্তকালের এই সময় যখন গরম পরার ঠিক আগে ,এই দই বড়া শরীরকে যেমন ঠাণ্ডা করে,ঠিক তেমনই এর চটপটা স্বাদ ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হয়।

দই বড়া(Doi Bora recipe in bengali)

#GA4
#week25
এর ক্লু থেকে দই বড়া বানালাম। বিউলির ডাল হল প্রোটিন সমৃদ্ধ ও কাব্রোহাইড্রেট এ ভরা,
আর দই এর মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড ও ভিটামিন বি 12 ,যা আমাদের হজমে সাহায্য করে।
বসন্তকালের এই সময় যখন গরম পরার ঠিক আগে ,এই দই বড়া শরীরকে যেমন ঠাণ্ডা করে,ঠিক তেমনই এর চটপটা স্বাদ ছোট থেকে বড় সকলের খুব পছন্দ হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-35 মিনিট
3 জন
  1. 250-300 গ্রামবিউলির ডাল
  2. 1 চা চামচগোটা জিরে
  3. 1 চা চামচনুন
  4. 2 কাপফ্যাটানো ঘরে পাতা ঠান্ডা টক দই
  5. 2 চা চামচভাজা জিরে গুঁড়ো
  6. 1 চা চামচবিট নুন
  7. 3-4টেবিল চামচ চিনি গুঁড়ো
  8. 1/2 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  9. 1/4 কাপধনেপাতার চাটনি
  10. 1/2 কাপটক মিষ্টি তেঁতুলের চাটনি
  11. 1 কাপবড়া ভাজার জন্য সাদা তেল
  12. 5 কাপগরম জল
  13. 1চিমটি হিং
  14. 1/4 কাপ টক দই

রান্নার নির্দেশ সমূহ

30-35 মিনিট
  1. 1

    প্রথমে বিউলির ডাল ভাল করে ধুয়ে 6-7 ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে।এরপর জল ছেঁকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এরপর এই ডাল বাটাতে অল্প নুন ও সামান্য জল দিয়ে 6-8 মিনিট ধরে ভাল করে হাত দিয়ে ফেটাতে হবে।একটা বাটিতে অল্প জল নিয়ে এই ফেটানো ডাল অল্প করে দিয়ে দেখতে হবে যে উপরে ভেসে আছে কিনা,যদি থাকে,তাহলে ফেটানো ঠিক আছে,আর নিচে নেমে গেলে,আরো কিছুক্ষণ ফেটাতে হবে।এটা খুবই দরকারি স্টেপ, এটা নাহলে,ডালের বড়া স্পঞ্জি হবে না।

  3. 3

    এবার কড়াই এ তেল গরম করে,ফেটানো ডালের মধ্যে গোটা জিরে ও আরেক টু নুন মিশিয়ে,ছোট ছোট গোল বল বানিয়ে,তেলে দিয়ে,দুই পিঠ হাল্কা লাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    একটা বড় বাউলে অনেকটা জল গরম করে ওতে,নুন, হিং,ও সামান্য ধনেপাতার চাটনি দিয়ে ফুটিয়ে, গ্যাস বন্ধ করে ওর মধ্যে ভাজা ডালের বড়া গুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট।বড়া জল সোক করে ফুলে যাবে।

  5. 5

    এবার বড়া গুলো জল থেকে তুলে,হাল্কা করে হাত দিয়ে চিপে জলটা বের করে প্লেটে রাখতে হবে। ঘরে পাতা ঠাণ্ডা দই এর মধ্যে নুন, বিট নুন, ভাজা জিরে গুঁড়ো,ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।

  6. 6

    এই ফেটানো দই বড়ার উপর দিয়ে,তার উপর ভাজা জিরে,লঙ্কা গুঁড়ো,বিট নুন, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি ও সেব ছড়িয়ে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes