ডিম সর্ষে পোস্ত (dim sarse posto recipe in Bengali)

Gayatri Banerjee
Gayatri Banerjee @cook_20951767
কলকাতা

#রন্ধনে_বাঙালি
#ডিমের_রেসিপি

ডিম সর্ষে পোস্ত (dim sarse posto recipe in Bengali)

#রন্ধনে_বাঙালি
#ডিমের_রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪ জনের জন্য
  1. ৪ টি সেদ্ধ ডিম
  2. ৩ টেবিল চামচসর্ষের তেল
  3. 2চা চামচ কালো জিরে
  4. 3চা চামচ পোস্ত বাটা
  5. 2চা চামচ কালো সর্ষে বাটা
  6. ২ চা চামচ হলুদ সর্ষে বাটা
  7. 2চা চামচ নারকেল বাটা
  8. ১ টা বড়ো পেঁয়াজ কুচি
  9. ৪-৫টা রসুন কোয়া কুচি করা
  10. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ১/২ চা চামচ চিনি
  13. স্বাদমতো নুন
  14. ৩-৪টা কাঁচা লঙ্কা
  15. ২ কাপ জল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    ডিম গুলো আগে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। পরিমাণ অনুযায়ী পোস্ত, দু'রকম সরষে, নারকেল, কাঁচা লঙ্কা সবগুলো একসাথে মিক্সার গ্রাইন্ডার দিয়ে বেটে নিতে হবে।

  2. 2

    2 চা চামচ তেল কড়াইতে দিয়ে তাতে হালকা করে ডিম গুলো ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    তেলের মধ্যে কালোজিরা দিয়ে তাতে কুচানো পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হলে তাতে রসুন কুচি দিয়ে ভাজতে হবে।

  4. 4

    এরপর এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, নুন, চিনি দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এতে সরষে-পোস্ত-নারকেল দিয়ে অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে নাড়াতে হবে যাতে লেগে না যায় কোনো মসলা।

  5. 5

    গ্রেভি ফুটতে শুরু করলে ডিম গুলো দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ১ চা-চামচ কাঁচা সরষের তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলতে হবে।

  6. 6

    তাহলে রেডি আমাদের ডিম সরষে পোস্ত। গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayatri Banerjee
Gayatri Banerjee @cook_20951767
কলকাতা
আমি একজন গৃহবধূ ।। তবে হাতের কাজের ছোট একটি স্কুল আছে যেখানে মেয়েরা আসে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য।। কুরুশের কাজ শিখে তারা বাড়িতে বসে ব্যবসা করে।।প্রিয় মানুষগুলোর জন্য তাদের পছন্দসই পদ নিজের হাতে রান্না করে তাদের খাওয়াতে খুব ভালোবাসি।।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes