ভেজ পোলাও (veg polau recipe in Bengali)

Anindita Das
Anindita Das @cook_21243174

#শিশুদের প্রিয় রেসিপি

ভেজ পোলাও (veg polau recipe in Bengali)

#শিশুদের প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ কাপ গোবিন্দভোগ চাল
  2. স্বাদ মতো নুন ওচিনি
  3. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ২ টা কাঁচা লঙ্কা
  6. ২ টা গাজর
  7. ৫০ গ্ৰাম বিন্স
  8. ১০ গ্ৰাম কাজুবাদাম
  9. ১০ গ্ৰাম কিসমিস
  10. ২ টা এলাচ
  11. ১" দারচিনি
  12. ৪ টা লবঙ্গ
  13. ২-৩ টা তেজপাতা
  14. ২ টেবিল চামচ সাদা তেল
  15. ১ টেবিল চামচ ঘি
  16. ৪ কাপ জল
  17. প্রয়োজন মতঅন্যান্য সব্জী

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রাখতে হবে।(পুরো শুকনো হতে হবে)

  2. 2

    সবজি গুলো সেদ্ধ করে জল ঝরানোর জন্য রাখতে নিতে হবে। (টিপস্:- একটু চিনি দিয়ে সেদ্ধ করলে সবজির রং ব্রাইট থাকে।)

  3. 3

    একটি পাত্রে জল, তেজপাতা, গোটা গরম মসলা (থেঁতো করে নেওয়া) ও হলুদ দিয়ে গ্যাস ফোটাতে বসাতে হবে (১ টা বয়েল)।

  4. 4

    এবার কড়াইতে তেল ও ঘি গরম করতে দিতে হবে। তারপর তাতে চাল, কাঁচা লঙ্কা, নুন ও আদা বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে ৫-৭ মিঃ। মাঝে এক বার তাতে কাজুবাদাম ও কিসমিস এবং সেদ্ধ সবজি দিতে হবে। তারপর তাতে ফোটানো জল ঢেলে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিঃ ফুটতে দিতে হবে।

  5. 5

    সব শেষে তাতে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নারিয়ে নিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে ২০-২৫ মিঃ রেখে দিতে হবে। তাহলেই তৈরি এই সহজ রেসিপিটি।

  6. 6

    এটি নন-ভেজ অথবা যেকোন ভেজ গ্ৰেভির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anindita Das
Anindita Das @cook_21243174

মন্তব্যগুলি

Similar Recipes