মিষ্টি পোলাও

Manami Sadhukhan Chowdhury
Manami Sadhukhan Chowdhury @cook_12370899
Barrackpore, Kolkata, West Bengal

#মধ্যাহ্নভোজনের রেসিপি
আমরা মাঝে মধ্যেই মধ্যাহ্নভোজনে মিষ্টি পোলাও খেয়ে থাকি।এটি রান্না করাও যেমন সহজ তেমনই সুস্বাদুও বটে।

মিষ্টি পোলাও

#মধ্যাহ্নভোজনের রেসিপি
আমরা মাঝে মধ্যেই মধ্যাহ্নভোজনে মিষ্টি পোলাও খেয়ে থাকি।এটি রান্না করাও যেমন সহজ তেমনই সুস্বাদুও বটে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ৫০০ গ্ৰাম গোবিন্দভোগ চাল
  2. ২ টেবিল চামচ সাদা তেল
  3. ১ টৈবিল চামচ ঘি
  4. ৪ টে ছোট এলাচ
  5. ২ ইঞ্চি লম্বা দারচিনি
  6. ৪ টে লবঙ্গ
  7. ২ টো তেজপাতা
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ৪ টেবিল চামচ চিনি
  10. ৪ কাপ উষ্ণ গরম জল
  11. পরিমাণমতোনুন
  12. ১ টেবিল চামচ কাজুবাদাম
  13. ১ চা চামচ কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটা পাত্রে জল নিয়ে চাল টা ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে।১৫ মিনিট হয়ে গেলে জল ঝড়িয়ে চালটা অন্য পাত্রে রাখতে হবে।

  2. 2

    এবার একটা কড়াইতে তেল ও ঘি একসঙ্গে মিশিয়ে গরম করে ওর মধ্যে কাজুবাদাম ও কিশমিশ যোগ করতে হবে ও হালকা করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    ঐ তেলেই ছোট এলাচ,দারচিনি,লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিতে হবে।

  4. 4

    তারপর চাল,হলুদ গুড়ো ও লবন এর মধ্যে যোগ করতে হবে ও ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    এরমভাবে ৪-৫ মিনিট নাড়তে হবে।খেয়াল রাখতে হবে যাতে নীচে লেগে না যায়।

  6. 6

    এরপর এরমধ্যে ৪ কাপ উষ্ণ গরম জল ও চিনি মেশাতে হবে।

  7. 7

    আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ৭-৮ মিনিট রাধতে হবে।

  8. 8

    চাল সেদ্ধ হয়ে,জল শুকিয়ে এলে নামিয়ে নিতে হবে।ভেজে রাখা কাজু ও কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিন।

  9. 9

    গরম গরম পরিবেশন করুন মিষ্টি পোলাও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manami Sadhukhan Chowdhury
Barrackpore, Kolkata, West Bengal

মন্তব্যগুলি

Similar Recipes