কাশ্মীরি পিঙ্ক চা (kashmiri pink chaa recipe in Bengali)

Sampa Banerjee
Sampa Banerjee @sam1971
Vaishali, Ghaziabad

#goldenapron3
চা আমাদের সবার প্রিয়। লাল চা, দুধ চা,মশলা চা। কাশ্মীরের কাওয়া চা, লাদাকের নুন চা আর আছে কাশ্মীরের বিখ্যাত পিঙ্ক অর্থাৎ গোলাপি চা। এক ধরনের বিশেষ চা পাতা থেকে এই চা তৈরি হয়। তবে, এই চা পাতা কাশ্মীরে পাওয়া গেলেও আজকাল অনলাইনে আমাজনে পেয়ে যাবেন। সুতরাং মুশকিল আসান। তাহলে, ছুটির দিনে বানিয়ে নিন এই চা।

কাশ্মীরি পিঙ্ক চা (kashmiri pink chaa recipe in Bengali)

#goldenapron3
চা আমাদের সবার প্রিয়। লাল চা, দুধ চা,মশলা চা। কাশ্মীরের কাওয়া চা, লাদাকের নুন চা আর আছে কাশ্মীরের বিখ্যাত পিঙ্ক অর্থাৎ গোলাপি চা। এক ধরনের বিশেষ চা পাতা থেকে এই চা তৈরি হয়। তবে, এই চা পাতা কাশ্মীরে পাওয়া গেলেও আজকাল অনলাইনে আমাজনে পেয়ে যাবেন। সুতরাং মুশকিল আসান। তাহলে, ছুটির দিনে বানিয়ে নিন এই চা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
4 জনের জন্য।
  1. 3 কাপজল
  2. 2 কাপঘন দুধ
  3. 2 টেবিল চামচগোলাপি কাশ্মীরি চা পাতা
  4. 2 কাপবরফ
  5. 3 টেবিল চামচচিনি
  6. 5টাছোট এলাচ
  7. 2 টোদারচিনি টুকরো
  8. 1 চা চামচখাবার সোডা
  9. 1 চিমটিনুন
  10. 2 টেবিল চামচকুচনো বাদাম আর পেস্তা

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    প্রথমে, সব উপকরণ সাজিয়ে নিতে হবে। এরপর, সসপ্যানে চা পাতা, ছোট এলাচ, দারচিনি, খাওয়ার সোডা আর জল দিয়ে প্রায় 5 মিনিট ফোটাতে হবে। এবারে, দেখা যাবে চা টা গোলাপি হয়ে আসছে।

  2. 2

    এবারে, এই চায়ে বরফ ঢালতে হবে আর আরও পাঁচ মিনিট ফোটাতে হবে।

  3. 3

    10 মিনিট পর, চা যখন একটু একটু করে, গোলাপি হয়ে আসবে তখন খুব নাড়তে হবে। ছবিতে দেখতে পাবেন যে চা কেমন গোলাপি হয়ে আসে।

  4. 4

    এবারে, চিনি আর দুধ দিয়ে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে ছেঁকে নিলেই তৈরি কাশ্মীরি পিঙ্ক চা।

  5. 5

    সাধারণতঃ এই চা কাশ্মীরি হালকা মিষ্টি কুলচার সাথে পরিবেশন করা হয়। এক্ষেত্রে, কুলচা গুলো অনেকটা বড় বড় কুকিজের মতো দেখতে হয়। শীতকালে বা ঠান্ডার দেশে এই চা খেতে খুবই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Banerjee
Sampa Banerjee @sam1971
Vaishali, Ghaziabad
I am a writer, a classical singer and a passionate chef..
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes