ঝিঙে-কুমড়ো-বেগুন দিয়ে চিংড়ি শুটকি (jhinge kumro begun diye chingri shutki recipe in Bengali)

Mahua Chakraborty Swami
Mahua Chakraborty Swami @Mahua28_6_11
Guwahati

#লাঞ্চ রেসিপি

ঝিঙে-কুমড়ো-বেগুন দিয়ে চিংড়ি শুটকি (jhinge kumro begun diye chingri shutki recipe in Bengali)

#লাঞ্চ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১ কাপ চিংড়ি শুটকি
  2. ৫০০ গ্রাম ঝিঙে, বেগুন, মিষ্টি কুমড়ো ডুমো করে কেটে নেওয়া
  3. ২ টেবিল চামচ সর্ষের তেল
  4. ২ টা মাঝারি পেঁয়াজ কুচি
  5. ২ চা চামচ রসুন বাটা(কমবেশি করা যেতে পারে)
  6. ১ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  7. ৪-৫ টা চেরা কাঁচা লঙ্কা
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. স্বাদ মতনুন
  10. ২ টেবিল চামচ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথম চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে কিছু সময় হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে, তবে ঠাণ্ডা জলে ও রাখা যেতে পারে।

  2. 2

    এবার কড়াইতে তেল দিয়ে চিংড়িগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলেই পেঁয়াজ কুচি কিছু সময় নাড়াচাড়া করে তাতে রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা দিতে হবে,

  3. 3

    রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এতে সবজিগুলো, হলুদ গুঁড়ো, নুন, লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা চিংড়ি শুটকি গুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে

  4. 4

    সেদ্ধ হয়ে আসলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahua Chakraborty Swami
Guwahati

Similar Recipes